Bangla News Dunia, Pallab : হাসপাতালের জরুরি বিভাগের সামনে কন্যা সন্তানের জন্ম হতেই সদ্যোজাতকে ফেলে পালানোর চেষ্টা করলেন মা! শুক্রবার গভীর রাতের এমনই এক ঘটনায় আসানসোল জেলা হাসপাতালে (Asansol Hospital) চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন : সাবধান! স্মার্টফোন চার্জে দেওয়ার সময় এই ভুল করবেন না, ফোন Dead হয়ে যায়
শুক্রবার রাত গভীর রাতে এক মহিলা হাসপাতালের জরুরি বিভাগের (Emergency department) সামনে আসেন। তার সঙ্গে আরও এক মহিলা ছিলেন। কিন্তু জরুরি বিভাগে ঢোকার আগে হাসপাতালের কর্মীদের গাড়ি রাখার জায়গায় ঐ মহিলা ঢুকে গিয়ে বসে পড়েন। পরে দেখা যায় সে একটি সন্তান প্রসব করেছে ঐ জায়গায়। এরপর ওই প্রসূতি নিজের হাত ব্লেড দিয়ে কেটে সদ্যোজাতকে সেখানে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাকে ধরে ফেলেন নিরাপত্তারক্ষীরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, ঐ মহিলা আসানসোলের রেলপাড় এলাকার বাসিন্দা। তবে কী কারণে নিজের সন্তানকে হাসপাতালে ফেলে পালিয়ে যাচ্ছিলেন তার সদুত্তর তিনি দিতে পারেননি। বর্তমানে সদ্যোজাত এবং তার মা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনা প্রসঙ্গে আসানসোল জেলা হাসপাতাল (Hospital super) সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস বলেন, ‘আমি খবর নিয়ে জানতে পারি আপাতত প্রসূতি ও তার সদ্যোজাত সুস্থ রয়েছে। তবে কী কারণে তিনি এমন করেছেন? তা জানি না। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।’
আরও পড়ুন : বড় পদক্ষেপের পথে কেন্দ্র, রান্নার গ্যাসের দাম কমবে অনেকটাই
আরও পড়ুন : মাসিক ঘরে বসে পাবেন 10,000 টাকা ! তাও আবার ভারত সরকারের অনুমোদনে