প্রাইমারি চাকরি বাতিল মামলায় বড় মোড়, কি হবে ৩২ হাজার শিক্ষক নিয়োগ মামলায় ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় আবারো নতুন মোর। ইতিমধ্যেই রাজ্যে বিতর্কিত ৩২ হাজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আজ বড়সড় আপডেট দিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে এই মামলা শুনানি থেকে সরে দাঁড়ালেন, এখন এই মামলাটি কোন ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই নিয়ে বড় প্রশ্ন উঠেছে সকলের মনে। তবে এ ব্যাপারে জানানো হয়েছে এখন এই গুরুত্বপূর্ণ মামলাটি কোন ডিভিশন বেঞ্চে যাবে, তা ঠিক করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

কী ছিল মামলার প্রেক্ষাপট?

প্রাইমারি শিক্ষক নিয়োগ মামলায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই মামলার প্রধান কারণ ছিল এখানে যে নিয়োগ করা হয়েছিল সেখানে কোন অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। ফলে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ বলে ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট এবং বাতিল করা হয়েছিল পুরো নিয়োগ প্রক্রিয়া। এর সঙ্গে আরো অভিযোগ ছিল, প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও অনিয়ম ঘটেছে। আদালতের আগের পর্যবেক্ষণে একাধিক ভুল ও অসঙ্গতি প্রমাণিত হওয়ার পর, ৪২ হাজার চাকরিপ্রার্থীদের মধ্যে ৩২ হাজারেরও বেশি নিয়োগ বাতিল করে দেওয়া হয়। এরপর সেই রায় চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিভিউ আবেদন করেন অসংখ্য চাকরিপ্রার্থী। এর পরবর্তী সময়কাল থেকে এই মামলারই শুনানি চলছিল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমার-র গঠিত ডিভিশন বেঞ্চে।

হঠাৎ কেন সরে দাঁড়ালেন বিচারপতি সেন?

সোমবার হাইকোর্টে শুনানি শুরুর পরই বিচারপতি সৌমেন সেন জানান, ব্যক্তিগত কারণে তিনি এই মামলার শুনানি থেকে সরে দাঁড়াচ্ছেন অর্থাৎ তিনি আর এই মামলার রায় ঘোষণা করবেন না। তবে এ ব্যাপারে তিনি কোন বিস্তারিত ব্যাখ্যা দেননি, এর ফলে আইনি মহলে জল্পনা তৈরি হয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন