প্রাক্তন ফুটবলার পিকে বন্দোপাধ্যায়ের বাড়িতে খুন, নেপথ্যে কি কারণ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সল্টলেকে পিকে বন্দোপাধ্যায়ের (PK Banerjee) বাড়িতে খুন। মদের আসরে খুন। রান্না ঘরের ছুরি দিয়ে এলোপাথারি কোপ। দুই পরিচারকের মধ্যে বচসা। আর তার ছেড়েই খুন বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল বিধান নগর দক্ষিণ থানার পুলিশ। প্রাক্তন ফুটবলার পিকে বন্দোপাধ্যায়ের বাড়িতই এই ঘটনা।

কীভাবে খুন?

শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কেন এই খুন, তা এখনও স্পষ্ট নয়। সল্টলেকের জিডি ব্লকে পিকে-র বাড়িতে তাঁর মৃত্যুর পর এখন তাঁর মেয়েরা থাকেন। সূত্রের খবর, সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। তবে ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার অফিসাররা।

আরও পড়ুন:- যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি রাশিয়া, তবে দিলেন কিছু শর্ত

দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে

নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। সন্দেহভাজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে।

মদের আসরেই কি অশান্তি?

পুলিশ জানতে পেরেছে, বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানেই কোনও গোলমাল হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। সেই সময়ে পিকে-র বাড়ির সদস্যেরা কে কোথায় ছিলেন, তাঁরা আদৌ কোনও গোলমালের শব্দ পেয়েছিলেন কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে। বাড়িতে থাকা সকলকেই জিজ্ঞাসাবাদ করা শুরু করছে পুলিশ। বাড়ির বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। পরে কোচ হিসাবেও দারুণ সফল হন। জাতীয় দলের জার্সিতে ৫২টি ম্যাচ খেলে ১৬টি গোল রয়েছে তাঁর। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী-সহ একাধিক সম্মান লাভ করেছিলেন পিকে। ২০২০ সালের ২০ মার্চে কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:- ভবিষ্যতের জন্য শিশুদের এটা শেখান। জানুন কি মত হার্ভার্ড অধ্যাপকের ?

আরও পড়ুন:- এটাই পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, যেখানে মানুষ পৌঁছলে আর ফিরতে পারবে না, বিস্তারিত জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন