Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এসএসসির চাকরি বাতিলের আবহে রাজ্যে ফের প্রাথমিকের চাকরি বাতিলের মামলা । সোমবার কলকাতা হাইকোর্টে 2016 সালের প্রাথমিক নিয়োগের 32 হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি রয়েছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে ।
সুপ্রিম কোর্টের রায়ে উচ্চ প্রাথমিকের অর্থাৎ নবম-দশম ও একাদশ-দ্বাদশের 2016 সালেরই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত প্রায় 26 হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর থেকে উদ্বেগে রয়েছেন 2016 প্রাথমিকের শিক্ষক শিক্ষিকারা । সবারই নজর রয়েছে আজকের শুনানির দিকে ।
উল্লেখ্য, অ্যাপটিটিউড টেস্ট না নেওয়া, ওএমআর জালিয়াতি, সংরক্ষণের নীতি না মানা, র্যাঙ্ক জাম্প এর মতো একাধিক অভিযোগে এই মামলা দায়ের হয়েছিল । 2023 সালে মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32 হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন । যদিও ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল । কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি । আপাতত ডিভিশন বেঞ্চে এই মামলার সুদীর্ঘ শুনানি হতে চলেছে বলেই জানাচ্ছেন আইনজীবীরা ।
2023 সালে একাধিক মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় 12 মে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন । যদিও পরে বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছিলেন । পরে মামলাটি আসে বিচারপতি
সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে । কিন্তু গত 7 এপ্রিল ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণে মামলাটি ছেড়ে দেন । আপাতত নজর আজকের নবগঠিত বেঞ্চের দিকে । 26 হাজার চাকরি বাতিলের পর রাজ্যের শিক্ষাব্যবস্থায় এমনিতে খুব কঠিন অবস্থার সৃষ্টি হয়েছে । তারপর ফের যদি 32 হাজার চাকরি বাতিল হয় তাহলে রাজ্য সরকার কীভাবে তা সামাল দেবে সে নিয়েও নানারকম জল্পনা শুরু হয়েছে ।
এর আগে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে চাকরিরতদের ও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট একসঙ্গেই করা হয়েছিল । আর প্রশিক্ষণের বিষয়ে কেন্দ্র সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তিতে পরিষ্কার উল্লেখ করা হয়েছিল 2019 সাল পর্যন্ত যাদের প্রশিক্ষণ নেই সেই প্রার্থীরা চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে প্রশিক্ষণ নিলেই হবে । ডিভিশন বেঞ্চ এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে 32 হাজার চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয় । আপাতত দেখার এই চাকরিরত বিরাট সংখ্যক প্রার্থীদের চাকরি টিকে থাকে কিনা ডিভিশন বেঞ্চের নির্দেশে ।
আরও পড়ুন:- ৪ অভ্যাস পুরুষের বন্ধ্যাত্বের কারণ, ভেঙে দেয় বাবা হওয়ার স্বপ্ন । বিস্তারিত জেনে নিন