Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্টে পিছিয়ে গেল প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি সৌমেন সেন। সোমবার মামলাটি ওঠার কথা ছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সেন পাঠিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
সোমবার প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে। এই মামলাটির দিকে তাকিয়ে ছিল গোটা বাংলা। কিন্তু এদিন মামলাটি শুনলই না হাইকোর্ট। বিচারপতি সৌমেন সেন ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যাহতি নেন। বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ানোয় নিয়ম অনুযায়ী মামলাটি আর ওই ডিভিশনের বেঞ্চের বিচারাধীন রইল না। ফলে মামলাটি চলে গেল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে।
২০২৩ সালে নিয়োগ দুর্নীতির একটি মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য যায় ডিভিশন বেঞ্চে। সেই মামলারই শুনানি ছিল আজ ডিভিশন বেঞ্চে।
উল্লেখ্য, বৃহস্পতিবারই রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। একই আশঙ্কা রয়েছে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার খেত্রেও। সে কারণেই এদিন সারা বাংলা তাকিয়ে ছিল হাইকোর্টের দিকে। তবে মামলাটির পরবর্তী শুনানি কবে তা এখনও জানা যায়নি। এই সংক্রান্ত আরও একটি মামলায় বিচারপতি অমৃতা সিংহ ৪২ হাজার নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে।