Bangla News Dunia, Pallab : তৃণমূল (TMC) জমানায় প্রাথমিক, উচ্চশিক্ষা শেষ করে দেওয়া হয়েছে। শুক্রবার প্রশাসনিক সভা সেরে দুর্গাপুরে (Durgapur) রাজনৈতিক সভার মঞ্চে পৌঁছে শিক্ষা দুর্নীতি নিয়ে এভাবেই আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে। ডাবল অ্যাটাক হচ্ছে শিক্ষা ব্যবস্থায়। এই যে শিক্ষকরা যাঁদের চাকরি নেই এটাও তৃণমূলের দুর্নীতির জন্য। আর স্কুলে যাঁরা পড়ে তাঁদের ভবিষ্যতও নষ্ট হচ্ছে শিক্ষক না পাওয়ায়। বর্তমান-ভবিষ্যত সব নষ্ট হচ্ছে।’
পাশাপাশি রাজ্যে নারী নির্যাতন নিয়েও সরব হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘মা-মাটি-মানুষের সরকারের আমলে নারী নির্যাতন। এটা সেখানে হচ্ছে যেখানে কাদম্বিনী গাঙ্গুলী জন্মগ্রহণ করেছেন। যিনি প্রথম মহিলা ডাক্তার। সেই জায়গায় নারী নির্যাতন।’
মোদির কথায়, ‘বাংলা বদল চায়, বিকাশ চায়, উন্নয়ন চায়। বিজেপি (BJP) আসলে কয়েক বছরে বাংলা শিল্পে প্রথম হবে। তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন হবে।’ এদিনের সভা মঞ্চ থেকে বিজেপিকে একবার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দমদার সরকার বানান’। তিনি বলেন, ‘বিকশিত বাংলা মোদির গ্যারান্টি। যতদিন তৃণমূল থাকবে কিছু হতে দেবে না।’
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র