প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Case) আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। শনিবার কলকাতার বিচারভবনে ইডির বিশেষ আদালতে হাজিরা দিয়েছেন তিনি।
প্রাথমিক মামলায় চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ইডি (ED)। এর আগে ইডি চন্দ্রনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছিল। সেখান থেকে বিপুল টাকা উদ্ধার হয়। পরে দু’বার ইডির দপ্তরে হাজিরা এড়ান বোলপুরের তৃণমূল বিধায়ক। গত মাসে তিনি আবার ইডির দপ্তরে হাজিরা দেন।
এদিন আত্মসমর্পণ করে ব্যক্তিগত বন্ডে জামিনের আবেদন জানান চন্দ্রনাথ। ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেপাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে চন্দ্রনাথের জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে মানতে হবে কিছু শর্তও। আপাতত নিজের বিধানসভা কেন্দ্র এবং কলকাতার বাইরে আর কোথাও যেতে পারবেন না মন্ত্রী। তদন্তে সহযোগিতা করতেও বলা হয়েছে।