প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বাদ পড়বেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকা। কলকাতা হাইকোর্টের নির্দেশ জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  সম্প্রতি পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে বিচারাধীন 32000 Primary Teacher মামলা তথা Primary TET 2014 নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে। বর্তমানে এই ৩২০০০ চাকরি বাতিল মামলাটি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতির ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের অধীনে রয়েছে। এই মামলা নিয়ে একাধিক জট ঘনীভূত হয়েছে, যার ফলে এর প্রতিটি শুনানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এবারের ৩২,০০০ অপ্রশিক্ষিত শিক্ষক নিয়োগ বাতিল শুনানিতে এমন কিছু তথ্য জানা গিয়েছে, যা প্রাথমিক শিক্ষকদের চাকরি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

WBBPE Primary TET 32000 Primary Teacher Case Details

এই ৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় এমন কিছু নির্দিষ্ট প্রার্থী অন্তর্ভুক্ত রয়েছেন, যারা নিজেদের প্রশিক্ষিত প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য আবেদন জানিয়েছিলেন। এই প্রার্থীরা D.L.Ed ২০১৪-১৬ ব্যাচের চাকরি প্রার্থী, যাদের ফলাফল ২০১৭ সালের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার সময় প্রকাশিত করা হয়নি। এর ফলেই বোর্ডের তরফে তাদের অপ্রশিক্ষিত হিসাবে গণ্য করা হয়েছিল। এই বিষয়ে মূল সমস্যা হলো, এই ঘটনার পরবর্তী সময়ে এই সমস্ত চাকরি প্রার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। তাই তাদের দাবি অনুসারে, তাদেরকে প্রশিক্ষিত প্রার্থী হিসেবেই গণ্য করা উচিত।

৩২০০০ চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ তথ্য

এই মামলা চলাকালীন আবেদনকারীরা একাধিক যুক্তি দিয়ে তাদের প্রশিক্ষিত প্রার্থী হিসেবে গণ্য করার স্বপক্ষে যুক্তি তৈরি করেছেন। তারা জানিয়েছেন, ২০১৭ সালের নিয়োগ প্রক্রিয়ার সময় তাদের চূড়ান্ত ফলাফল দেওয়া হয়নি। বোর্ড তাদের অপ্রশিক্ষিত হিসাবে বিবেচনা করায় তারা প্রত্যেকেই ৩২,০০০ চাকরি বাতিল তালিকার অন্তর্ভুক্ত হয়েছেন। এক্ষেত্রে যেহেতু তারা পরে ফলাফল পেয়েছেন, তাই তাদের প্রথম থেকেই প্রশিক্ষিত প্রার্থী হিসেবে গণ্য করার দাবি নিয়ে আদালতের কাছে বিচার চেয়েছেন চাকরি প্রার্থীরা।

32000 Primary Teacher মামলায় বিচারপতির মন্তব্য

এই মামলা চলাকালীন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী গত ২২ শে জুলাই, ২০২৫ তারিখে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তাঁর বক্তব্য অনুসারে, যদি ৩২,০০০ অপ্রশিক্ষিত শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়, তাহলে আবেদনকারীরা যথেষ্ট প্রভাবিত হবেন। এই ক্ষেত্রে তিনি অনুমান করা পরিস্থিতি বোঝানোর জন্য ‘Suppose’ শব্দটি ব্যবহার করেছেন। যেহেতু মূল মামলা এখনও বিচারাধীন রয়েছে, তাই এখনও পর্যন্ত কোন বক্তব্যকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা অনুচিত।

 

৩২০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ

গত ২৪শে জুলাই, ২০২৫ তারিখে কলকাতা হাইকোর্টে ৩২,০০০ চাকরি বাতিল মামলাটি তালিকার প্রথম দিকে উল্লেখ করা হয়েছিল। তবে তেমন কোনও আশানুরূপ ফল পান নি, কোনও পক্ষের তরফে। এর আগের একাধিক শুনানির মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে, যে সমস্ত প্রশিক্ষত প্রার্থীদের ৩২০০০ চাকরি বাতিল মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা যদি পরবর্তী সময়ে নিজেদের প্রশিক্ষিত প্রার্থী হিসেবে প্রমাণ করতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ৩২,০০০ চাকরি বাতিলের তালিকা থেকে তাদের বাদ দেওয়া হবে। এর ফলে মোট বাতিল চাকরির সংখ্যাও বেশ কিছুটা কমে যাবে।

ইতিমধ্যে একাধিক শুনানির মাধ্যমে Primary TET 2014 মামলাটি সম্পর্কে একাধিক জট খুলতে শুরু করেছে। বিভিন্ন মামলার সওয়াল জবাবের প্রসঙ্গগুলি খুঁটিয়ে বিচার করে অনেক বিশেষজ্ঞ জানাচ্ছেন, আদালত অপ্রশিক্ষিত হিসেবে বিবেচিত এই আবেদনকারীদের স্বপক্ষেই রায় দিতে পারে। যেহেতু NCTE এর নিয়ম মোতাবেক ৩১শে মার্চ এর আগেই সকলেই শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এর ফলে চাকরি বাতিল মামলার সংখ্যাও বেশ কিছুটা কমে যাবে। বর্তমানে হাজার পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছে কলকাতা উচ্চ আদালতের বিচারের উপর। তাই সকলেই পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করে রয়েছেন।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন