প্রাধান্য পেল কেরল লবিই, সিপিএমের দায়িত্বে আলেকজান্ডার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : প্রাধান্য পেল সেই কেরল লবিই। সিপিএমের (CPIM) সাধারণ সম্পাদক হলেন কেরালার প্রাক্তন মন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মারিয়ম আলেকজান্ডার বেবি সংক্ষেপে এমএ বেবি।  রবিবার মাদুরাইয়ে সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেসের (CPIM 24th Party Congress) শেষে এমএ বেবির (M A Baby) নাম ঘোষণা করা হয়েছে। যদিও সর্বসন্মতিতে এই নির্বাচন হয়নি বলেই সূত্রের খবর। দলীয় নেতাদের একাংশ অল ইন্ডিয়া কৃষক সভার সভাপতি অশোসক ধাওয়ালেকে সাধারণ সম্পাদক পদে চাইছিলেন। এমএ বেবিকে এই পদে আনার বিরোধিতা করেছেন ১৬ সদস্যের পলিটব্যুরো কমিটির পাঁচ জন।

আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন

১৯৫৪ সাল কেরালার প্রাক্কুলামে জন্ম এমএ বেবির। এসএফআইয়ের জন্ম হওয়ার আগে কেরালা স্টুডেন্ট ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন এমএ বেবি। তখন তিনি স্কুলের ছাত্র। ১৯৮৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজ্য সভার সদস্য ছিলেন। ২০১২ সাল থেকে তিনি সিপিএমের সর্বোচ্ছ নীতি নির্ধারক কমিটি পলিটব্যুরোর সদস্য।

গতবছর সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় মৃত্যু হয় সীতারাম ইয়েচুরির। তারপর থেকে প্রকাশ কারাট কো অর্ডিনেটর হিসেবে দল পরিচালনা করছিলেন। ২ এপ্রিল থেকে শুরু হওয়া সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস থেকেই নতুন সাধারণ সম্পাদক বেছে নেওয়ার কথা ছিল সিপিএমের। সেই মতো এদিন এমএ বেবিকে বেছে নেওয়া হয়।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন