Bangla News Dunia, Pallab : প্রায় তিন দশকে প্রথম। ইউরোপের দুই দেশ সফরে যাচ্ছেন ভারতের কোনও রাষ্ট্রপতি। চারদিনের সফরসূচিতে দু’দিন করে পর্তুগাল (Portugal) ও স্লোভাকিয়ায় (Slovakia) থাকার কথা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu)। আগামী ৭ ও ৮ এপ্রিল পর্তুগাল থাকবেন মুর্মু। পরবর্তী দু’দিন যাবেন স্লোভাকিয়ায়। ২৯ বছরে প্রথম সেখানে যাচ্ছেন ভারতের কোনও রাষ্ট্রপতি। তাঁর এই সফর ভারতের সঙ্গে ইউরোপের বন্ধন সুদৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন : কোন রাশির জন্য কোন রঙ পরা শুভ? জেনে নিন
সম্প্রতি ভারত সফরে এসেছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। তখনই জানা যায়, এবছরই ভারত-ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হবে। সেদিক থেকে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
সূচি অনুযায়ী, ৭ এপ্রিল পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সউসার সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মুর্মু। এরপর যাবেন স্লোভাকিয়া। এনিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, সে দেশে ১৯৯৫ সালে ভারতীয় দূতাবাস তৈরি হয়েছিল। তার ৩০ বছর উপলক্ষ্যে রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। সেখানে তাঁকে স্বাগত জানাবেন প্রবাসী প্রায় ৬ হাজার ভারতীয়। রাষ্ট্রপতি মুর্মু আলাদাভাবে কথা বলবেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেলেগ্রিনি এবং প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর সঙ্গে। তাঁর এই সফরে ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্যের রাস্তা আরও প্রশস্ত হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।।