প্রেম-বিয়ে করলে অনুমতি নিতে হবে তৃণমূল নেতার ছেলের? বিস্তারিত জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অনুমতি ছাড়া প্রেম করা যাবে না। বিয়ে করতে হলে এলাকার মানুষের সম্মতি লাগবে। নিদান দিয়েছিল তৃণমূল নেতার ছেলে। আর তা না মানায় যুবককে ব্যপক মারধরের অভিযোগ। ঘটনায় খড়দা থানায় অভিযোগ দায়ের যুগলের। তবে অভিযুক্ত পলাতক।

খড়দার তৃণমূল নেতা হিসেবে পরিচিত আলাউদ্দিন পুরকাইত। এলাকায় তাঁর প্রভাব প্রতিপত্তি রয়েছে। অভিযোগ তাঁরই ছেলে আস্ফাক পুরকাইত ওরফে অন্তু যুবককে মারধর করেন বলে অভিযোগ।

খড়দার এক সময়ের নামি ফুটবলার ছিলেন বন্দিপুর দোপেড়ের বাসিন্দা হারুণ আলি। তাঁরই ভাইপো আজাহারউদ্দিন। গত তিন বছর ধরে এলাকার স্থানীয় এক মহিলার সঙ্গে সম্পর্কে  রয়েছেন তিনি। তাঁরা সিদ্ধান্ত নেন বিয়ে করার। কয়েকদিন পরে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁদের। সব কেনাকাটাও প্রায় শেষ। তারই মধ্যে এই মারধরের ঘটনা।

আরও পড়ুন:- সুনীতারা পৃথিবীতে ফেরার পথে স্পেস স্টেশন থেকে কীভাবে বিচ্ছিন্ন হলেন? দেখুন ভিডিও

প্রহৃত যুবকের হবু স্ত্রী জানান, তাঁর সঙ্গে এক যুবকের সম্পর্ক রয়েছে। তবে পাড়ার ছেলেরা জানিয়েছেন, তাঁদের অনুমতি নিয়ে তবেই প্রেম করতে হবে। তিনি তা করেননি বলে তাঁকে কটূক্তি করা হয়। এর প্রতিবাদ করেও কাজ হয়নি। সম্প্রতি তাঁর হবু স্বামীকে মারধর করা হয়েছে। ঘটনায় তিনি পুলিশে অভিযোগ জানিয়েছেন। তবে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়েরের পর থেকে আস্ফাক ওরফে অন্তু পলাতক। বাকি অভিযুক্তদেরও এখনও গ্রেপ্তার করা যায়নি।

এলাকার TMC ব্লক সভাপতি শুকুর আলি বলেন. ‘এটা ইউরোপ নাকি? মেয়েটি ছেলেটির থেকে অনেক বড়। ৩ ছেলে-মেয়ের মা। এলাকার বাসিন্দারা এটাকে ইউরোপ হতে দেবে না।’

BJP-র যুবনেতা জয় সাহা জানান, ‘রাজ্যের মানুষ কী করবে, কী খাবে, কী পরবে তা তৃণমূল ঠিক করে দেবে না। ছেলে ও মেয়েকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি।’

আরও পড়ুন:- ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন

আরও পড়ুন:- আপনার সন্তান মোটা হয়ে যাচ্ছে, মা-বাবারা এই ভুলগুলো করছেন না তো ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন