‘প্রেম, মানবতা ও আধ্যাত্মিকতার প্রতীক’ ! পোপ ফ্রান্সিসের প্রয়াণে শোকস্তব্ধ মোদীর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সোমবার ৮৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস (Pope Francis)। এক ভিডিওবার্তায় একথা জানানো হয়েছে ভ্যাটিকানের তরফে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ইতালিতে জি-৭ সম্মেলনে পোপের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই সাক্ষাতের স্মৃতিচারণ করেই সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

এদিন এক্স হ্যান্ডেলে পোপের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘পবিত্র পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। শোক ও স্মরণের এই মুহূর্তে, বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ পোপ ফ্রান্সিসকে সর্বদা করুণা, নম্রতা এবং আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবেই স্মরণ করবে।’ তিনি আরও লেখেন, ‘ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি দরিদ্র ও নিপীড়িতদের সেবা করতেন। যারা কষ্ট পাচ্ছিলেন, তাঁদের জন্য আশার আলো জাগিয়ে তুলেছিলেন তিনি। আমি তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা খুব ভালোভাবে স্মরণ করি। অন্তর্ভুক্তিমূলক ও সর্বাত্মক উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে। ভারতের জনগণের প্রতি তাঁর স্নেহ সর্বদা লালিত থাকবে। ঈশ্বরের আলিঙ্গনে তাঁর আত্মা চিরশান্তি পাক।’ পোপের সঙ্গে দেখা করে জলবায়ু পরিবর্তন, কোভিড-১৯ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলেন মোদি। পোপকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস। গত ১৪ ফেব্রুয়ারি ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। শারীরিক পরীক্ষানিরীক্ষার পর ভ্যাটিক্যানের তরফে জানানো হয়, ডবল নিউমোনিয়ায় আক্রান্ত পোপ। তবে বেশ কিছুদিন হাসপাতালে কাটানোর পর নিজের বাসভবনেই ফিরে আসেন তিনি। সেখানে থেকেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকরা পোপ ফ্রান্সিসকে বিশ্রামের পরামর্শ দিলেও, আশ্চর্যজনকভাবে সকলকে চমকে দিয়ে রবিবার ইস্টারের (Easter) অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন তিনি।

আরও পড়ুন : প্রতিমাসে পাবেন নিশ্চিত 5000 টাকা। কেন্দ্রের এই বিশেষ প্রকল্প সম্পর্কে অনেকেই জানেন না।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন