bBangla News Dunia , পল্লব চক্রবর্তী :- হৃদযন্ত্রের সম্যসায় ভর্তি ছিলেন হাসপাতালে। তারপর অস্ত্রপ্রচারের পর গুরুতর অসুস্থ উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন। এমন খবর ছড়িয়ে ছিল কিছু দিন আগেই। কিন্তু তা পুরোটাই মিথ্যা বলে জানিয়ে দেয় উত্তর কোরিয়া প্রশাসন। তবে এদিন হংকং টিভির খবরে জানা গেছে হৃদরোগে মারা গেছেন কিম জং উন। এই বিষয়ের কোনো সত্যতা আসেনি উত্তর কোরিয়ার তরফে। কিন্তু পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন মার্কিন গোয়েন্দারা।
গুঞ্জন শুরু ১৫ই এপ্রিল থেকে। ওই দিন ছিল কিমের দাদুর জন্মদিন। কিন্তু সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন স্বয়ং কিম। তার দাদু সেই দেশের জাতির জনক আর তার জন্মদিনের অনুষ্ঠানে কিমের না থাকা একটা বড়ো বিষয়। সূত্র মারফত জানা যাই দুই সপ্তাহ আগে হার্ট এ অস্ত্রপ্রচার হয় কিম জং উনের। তার পর থেকেই শরীর একদম ভালো যাচ্ছে না উত্তর কোরিয়ার রাষ্ট্রনায়কের। দক্ষিণ কোরিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে যে খুবই সংকট জনক কিম জং উন।
আরো পড়ুন :- মেন্টাল হেল্থ নিয়ে WHO এর ডিরেক্টর জেনারেলের সাথে মিটিং পিছিয়ে গেলো
এদিন হংকং টিভির খবরে তোলপাড় বিশ্ব। কিমের মৃত্যুর খবর প্রকাশ করে হংকং টিভি। সেখানে একটি ছবিতে কিমের শায়িত মৃত দেহের ছবি দেখা যাচ্ছে। এই বিষয়ের কোনো সত্যতা আসেনি উত্তর কোরিয়ার প্রশাসনের তরফে। সমগ্র পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কোনো বিবৃতি দেননি রাষ্ট্রপতি ট্রাম্প। এদিকে যদি কিম মারা গিয়ে থাকেন তার পরবর্তী কে? কে বসবেন তার ছাড়া মসনদে?