প্লাজমা ডোনেট করবেন কণিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

BBangla News  Dunia, শারদীয়া রায় :- করোনা আক্রান্তদের  চিকিৎসায় প্লাজমা  ডোনেট করতে চান বিতর্কিত বলি গায়িকা কণিকা কাপুর। কয়েকদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। হাসপাতাল থেকে ফিরে ২১ দিনের কোয়ারেন্টাইন পর্বও কাটানো হয়ে গেছে তার । এখন তিনি লখনৌতে নিজের বাড়িতে আছেন। ওখানকার কিং জর্জ কলেজের একদল  ডাক্তার  তার বাড়িতে গিয়ে নমুনা  সংগ্রহ করেছেন । বেশ কিছু  পরীক্ষা নিরীক্ষার পরে জানা যাবে যে তিনি আদৌ প্লাজমা দান  করার যোগ্য কিনা।  ডাক্তাররা অনুমতি দিলে তার প্লাজমা সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।

প্লাজমা ডোনেট করবেন কণিকা

প্রসঙ্গত গত ২০ সে মার্চ করোনায়   আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এর পর তিনটি টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন । অসুস্থতা উপেক্ষা করে পার্টির আয়োজন করায় পরবর্তকালে তাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। এমনকি  লন্ডন থেকে ফিরে  হোম কোয়ারেন্টাইনে  না যাওয়ার জন্য তীব্র  সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল তাকে।  তার পার্টিতে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে কেউ কেউ পরবর্তীকালে করোনায় আক্রান্ত হয়েছিলেন বলেও গুজবের সৃষ্টি হয়েছিল।

https://www.instagram.com/p/B_cB951F0JQ/?utm_source=ig_web_copy_link

তবে গতকাল ইনস্টাগ্রামে তার বিরুদ্ধে  ওঠা সমস্ত অভিযোগ বাতিল করে দিয়ে জানিয়েছেন যে তিনি কোনো পার্টির  আয়োজন করেন নি এবং যারা তার সংস্পর্শে এসেছিলো তাদের প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। পাশাপাশি তিনি দাবি করেন যে ডোমেস্টিক ফ্লাইটে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা  ছিল না।  তাছাড়া ঐখানে থেকে ফিরেও তার মধ্যে অসুস্থতার  কোনো লক্ষন ছিল না। কিন্তু  ১৭-১৮ তারিখ  অসুস্থ বোধ করায় পরীক্ষা করলে   তার রিপোর্ট পজিটিভ এসেছিলো।

আরো পড়ুন :- মুক্তি পেলো হলিউড ছবি এক্সট্রাকশন

বর্তমানে প্রতিদিন করোনা পরিস্থিতির অবনতি ঘটছে। যতদিন পর্যন্ত না প্রতিষেধক আবিষ্কার  হচ্ছে ততদিন পর্যন্ত কোরোনার প্রকোপ কমবে না বলে বিশেষজ্ঞদের  ধারণা। এই  অবস্থায় করোনা প্রতিরোধে প্লাজমা  থেরাপির উপরে চিকিতসক মহল ভরসা রাখছেন । এই পদ্ধতিতে  করোনা থেকে সুস্থ ব্যক্তির প্লাজমা বা রক্তরস নিয়ে তা আক্রান্ত ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয় । এর ফলে সদ্য সুস্থ হওয়া ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি  তৈরী  হয়েছে তা আক্রান্তের শরীরকে এই সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করবে। ইতিমধ্যে কেরালা এই থেরাপির সাহায্যে সাফল্য লাভ করেছে।

আরো পড়ুন :- ডায়পারের মাস্ক পড়ে ভাইরাল সানি

Highlights

  • ২১ দিনের কোয়ারেন্টাইন  পর্ব শেষে  তিনি এখন সম্পূর্ণ সুস্থ। 
  • করোনা চিকিৎসায় প্লাজমা ডোনেট করতে চান 

 

  • তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। 
  • প্লাজমা থেরাপি এখন দিশা দেখাচ্ছে  করোনা চিকিৎসায়। 
# কণিকা কাপুর  । # করোনা । # প্লাজমা থেরাপি#বিনোদন 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন