প্লে স্টোরেই লুকিয়ে থাকে ক্ষতিকারক অ্যাপ, সনাক্ত করবেন কিভাবে ? জেনে রাখুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গুগল প্লে স্টোর থেকে আমরা হামেশাই নানা ধরনের অ্যাপ ডাউনলোড করি। কিন্তু বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয় কোনটা ঠিক, আর কোনটা ঠিক নয়। গুগল প্লে স্টোরে প্রয়োজনীয় বিভিন্ন অ্যাপের আড়ালেই লুকিয়ে থাকে ক্ষতিকর বিভিন্ন অ্যাপ। সেগুলি ডাউনলোড করলেই ক্ষতি মুখে পড়তে হতে পারে। কী ভাবে ক্ষতিকারক অ্যাপ চিনবেন জেনে নিন।

আমরা বিজ্ঞাপন দেখে বা লোকমুখে শুনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি। কিন্তু ওখানে থাকা মানেই সেগুলি যে ক্ষতিকারক নয়, তেমনটা নয়। ক্ষতিকারক যে অ্যাপগুলি নিয়ে অভিযোগ জমা পড়ে সেগুলি সময়ে সময়ে সরিয়ে নেওয়া হয়। তবে ‘এসওইএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ’ ফোনে ইনস্টল করে থাকলে, আজই মুছে দিন। গুগ্‌ল প্লে স্টোর থেকে অন্তত ১০ হাজার বার ডাউনলোড করা হয়েছে অ্যাপটি। কিন্তু এটি ম্যালওয়্যার। আরও একটি অ্যাপ ক্ষতিকারক।

‘টিকটক ক্লোন অ্যাপ’ও অনেকের ফোনে ডাউনলোড করা রয়েছে। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপটি ব্যবহারকারীর ব্যাঙ্ক ও অনলাইন লেনদেনের তথ্য হাতিয়ে নিচ্ছে। ফলে অ্যাপটি ফোনে থাকলে ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য হ্যাকারদের কব্জায় চলে যেতে পারে। এছাড়াও ‘ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’ এবং ‘আর্ট ফিল্টার’ অ্যাপও ক্ষতিকর। এই সব অ্যাপ থেকে ফোনের ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভবনা। এই অ্যাপ দু’টিতেও ম্যালওয়্যারের হদিস মিলেছে। ‘জিপিএস লোকেশন ফাউন্ডার’, ‘আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি’, ‘স্মার্ট কিউ-আর ক্রিয়েটর’ অ্যাপগুলি থেকেও সাবধান থাকা উচিত।

নতুন অ্যাপ ডাউনলোড করার আগে দেখতে হবে, অ্যাপটির উৎস কী। অর্থাৎ ডেভেলপারের নাম, তৈরির সময়, কী কী ফিচার রয়েছে। দেখে নিতে হবে, ব্যবহারকারীরা কী মতামত দিচ্ছেন। অ্যাপটি ইনস্টল করার সময়ে যদি আপনার ফোনের অডিয়ো, ভিডিয়ো, ক্যামেরা, লোকেশন, ব্যক্তিগত তথ্যের অনুমতি চায়, ইনস্টল করবেন না।

আরও পড়ুন:- রেশন নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এখনই এই কাজ সারুন। নয়তো রেশন লিস্ট থেকে বাতিল হবেন

আরও পড়ুন:- তিন সপ্তাহ ধরে পতন শেয়ার বাজারে, কোন বিষয়গুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা ? জানুন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন