‘ফল ভাল হবে না’, ‘শুল্ক’ নিয়ে আমেরিকাপন্থী দেশ গুলিকে হুঁশিয়ারি চিনের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শুল্ক যুদ্ধে পাশে দাঁড়ানোর আর্জি জানালেও এখনও চিনের পক্ষে দাঁড়ায়নি কোনও দেশ। এই পরিস্থিতিতে আমেরিকার পক্ষ নেওয়া দেশগুলিকে কড়া হুঁশিয়ারি দিল বেজিং। চিনের বাণিজ্যমন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, চিনের স্বার্থবিরোধী চুক্তি করলে তার ফল ভালো হবে না।

আরও পড়ুন : কিডনি স্টোন গলিয়ে বের করে দেবে এই পাতা, জানতে বিস্তারিত পড়ুন

সাম্প্রতিক শুল্কযুদ্ধে অন্যান্য দেশগুলিকে ৯০ দিনের জন্য রেহাই দিলেও আমেরিকা চিনের ওপর ১৪৫ থেকে ২০০ শতাংশ কর চাপিয়েছে। চিনও পালটা ২২৫ শতাংশ কর চাপিয়েছে। এমন শুল্ক হারে ধাক্কা খেয়েছে আমেরিকা-চিন বাণিজ্য। এর পাশাপাশি আমেরিকার সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা করছে বিভিন্ন দেশ। ভারতের সঙ্গেও আলোচনা চলছে আমেরিকার। এই পরিস্থিতিতে চিন সাফ জানিয়েছে, কোনও দেশকে তুষ্ট করতে চিনের ক্ষতি করে কোনও দেশ চুক্তি করলে তার ফল ভুগতে হবে। আমরা এর তীব্র বিরোধিতা করব এবং সমুচিত জবাব দেব।

সম্প্রতি আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধে ভারতকে পাশে চাইলেও ভারত তাতে সাড়া দেয়নি। পরে ইউরোপের দেশগুলির কাছেও ইতিবাচক সাড়া পায়নি চিন। ফলে বিশ্ব প্রেক্ষাপটে কোণঠাসা চিন তাই এবার হুঁশিয়ারির পথে হাঁটল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন