Bangla News Dunia, Pallab : কৃষকদের জন্য খুবই খুশির খবর । রবি সিজিনের ফসলের ক্ষতিপূরণের টাকা বীমা কোম্পানি এবার দেবে । এতদিন আপনারা খরিফ সিজনের টাকা ব্যাংক একাউন্টে পেয়ে আসছিলেন এবার রবি সিজিনের টাকা ব্যাংক একাউন্টে পাবেন । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন ।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে সকল কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে রবি সিজিনের তাদের জন্য ৩২১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
কোন কোন জেলা ক্ষতিপূরণের টাকা পাবে?
মূলত যে সকল জেলায় বন্যা, ঝড়, শিলাবৃষ্টির কারণে আলু চাষের ফসলের ক্ষতি হয়েছে সেই সকল জেলার কৃষকেরা টাকা পাবে।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
কত টাকা ক্ষতিপূরণ পাবেন (Crop Insurence):-
ক্ষতিপূরণের টাকা নির্ভর করছে আপনার কতটা জমির বীমা করা ছিল এবং আপনার কতটা জমির ক্ষতি হয়েছে তার উপর । বেশি জমি থাকলে বেশি টাকা ক্ষতিপূরণ পাবেন কম জমিতে কম টাকা ক্ষতিপূরণ পাবেন।
কারা ক্ষতিপূরণের টাকা পাবে:-
যে সকল কৃষকদের রবি সিজনের বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা করা ছিল এবং যে সকল কৃষকদের রবি সিজনের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণের টাকা পাবে।
কারা ক্ষতিপূরণের টাকা পাবে না :-
যে সকল কৃষকরা রবি সিজিনের বাংলা শস্য বীমার বীমা করেননি এবং যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়নি তারা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন না
কবে ক্ষতিপূরণের টাকা ব্যাংকে ঢুকবে (Bangla Shasya Bima Payment Date):-
ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে মার্চ অথবা এপ্রিল মাসে ব্যাংক একাউন্টে ঢুকে যাবে।