ফাইন বাড়ল ট্র্যাফিকে, কোন আইন ভাঙলে কত জরিমানা? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

traffic-challan-police

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১ মার্চ ২০২৫ থেকে ভারতে কার্যকর হয়েছে নতুন মোটরযান জরিমানা বিধি, যা ট্র্যফিক আইন লঙ্ঘনকারীদের জন্য বড় দুঃসংবাদ। নতুন নিয়মে জরিমানার পরিমাণ বেড়েছে প্রায় ১০ গুণ, পাশাপাশি জেল এবং সমাজসেবার মতো কঠোর শাস্তির ব্যবস্থাও রাখা হয়েছে।

মদ্যপ অবস্থায় গাড়ি চালালে কড়া শাস্তি
যদি আপনি মদ্যপ অবস্থায় গাড়ি চালান, তবে আপনাকে ১০,০০০ টাকা জরিমানা এবং/অথবা ৬ মাসের জেল খাটতে হতে পারে। আর একই অপরাধ আবার করলে জরিমানা বেড়ে দাঁড়াবে ১৫,০০০ টাকা এবং জেল ২ বছর পর্যন্ত হতে পারে। যেখানে আগের জরিমানা ছিল মাত্র ১,০০০-১,৫০০ টাকা।

হেলমেট ছাড়া বাইক চালালে লাইসেন্স বাতিল
আগে হেলমেট ছাড়া বাইক চালালে মাত্র ১০০ টাকা জরিমানা করা হতো, কিন্তু এখন থেকে জরিমানা বেড়ে হয়েছে ১,০০০ টাকা। শুধু তাই নয়, লাইসেন্সও ৩ মাসের জন্য বাতিল হতে পারে। সিটবেল্ট না পরলে জরিমানা হবে ১,০০০ টাকা।

গাড়ি চালানোর সময় ফোন ব্যবহার করলে ৫,০০০ টাকা জরিমানা
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের জন্য জরিমানা আগের ৫০০ থেকে বেড়ে হয়েছে ৫,০০০। এই নিয়ম লঙ্ঘনকে এখন গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে।

কাগজপত্র না থাকলে জেল ও জরিমানা
যদি বৈধ লাইসেন্স বা বিমা ছাড়া গাড়ি চালানো হয়, তাহলে জরিমানা হবে যথাক্রমে ৫,০০০ এবং ২,০০০। এছাড়াও, তিন মাসের জেল এবং সমাজসেবা করতে হতে পারে। বারবার বিমার নিয়ম লঙ্ঘন করলে জরিমানা ৪,০০০ পর্যন্ত হতে পারে। দূষণ শংসাপত্র না থাকলে জরিমানা ১০,০০০, সঙ্গে ছয় মাস পর্যন্ত জেল হতে পারে।

বিপজ্জনক গাড়ি চালালে মোটা জরিমানা
বিপজ্জনকভাবে গাড়ি চালালে ৫,০০০ জরিমানা করা হবে। এছাড়াও, অ্যাম্বুলেন্স বা জরুরি পরিষেবা গাড়িকে পথ না ছাড়লে ১০,০০০ জরিমানা করা হবে।

সিগন্যাল ভাঙলে ৫,০০০ টাকা জরিমানা
সিগন্যাল অমান্য করলে জরিমানা বেড়ে দাঁড়িয়েছে ৫,০০০, যা আগে ছিল ₹১,০০০। এছাড়াও, ওভারলোডিং গাড়ির ক্ষেত্রে জরিমানা ২০,০০০ করা হয়েছে, যা আগে ছিল ২,০০০।

 

নাবালকদের অপরাধে কড়া শাস্তি
যদি কোনও নাবালক গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটায় বা ট্র্যফিক আইন লঙ্ঘন করে, তবে অভিভাবককে ₹২৫,০০০ টাকা জরিমানা দিতে হবে এবং ৩ বছরের জেল হতে পারে। গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করা হবে এবং নাবালক ২৫ বছর হওয়া পর্যন্ত লাইসেন্স পাবে না।

আরও পড়ুন:- ফোন হ্যাক করা হয়েছে কি না, কেমন করে বুঝবেন? জেনে নিন

আরও পড়ুন:- গুগল ম্যাপে লেখা ‘পুলিশ এখানে ধরে, টাকা নেয়’ ! নেপথ্যে কারা ?

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন