ফাল্গুনে এই হাল… চৈত্র-বৈশাখে কী হবে ? চিন্তায় আবহাওয়া দফতর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ফাল্গুনে এই হাল… চৈত্র-বৈশাখে কী হবে ? দিনের আবহে গনগনে উত্তাপ। হালকা ঠান্ডার তিরতিরে অনুভূতি নেই। বেলায় বেরোলে রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে। ঘাম হচ্ছে। বসন্তকাল এখন মাঝপথে, গ্রীষ্মে এবারও গরম হয়তো নতুন নজির গড়বে। আশঙ্কা আলিপুর আবহাওয়া দফতরের।

আরো পড়ুন : বৃদ্ধ বয়সে ভালো থাকার উপায় !

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। 3 থেকে 4 ডিগ্রি করে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। আর যা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আগামী 7 মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। যার ফলে তাপমাত্রা আপাতত বাড়বে। দক্ষিণে এই সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 33-34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। ইতিমধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 30-এর ঘরে ঢুকে পড়েছে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 7 মার্চের পর উত্তরে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা আগামী কয়েকদিনে 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার দৌলতে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। তাপমাত্রার বিশেষ পরিবর্তন আগামী পাঁচ দিনে নেই। ধীরে ধীরে ঠান্ডার আমেজ কেটে গিয়ে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন : ট্রাম্পের সাথে বিরোধের পর এই দেশগুলিকে পাশে পেলেন জেলেনস্কি,

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন