Bangla News Dunia, Pallab : স্মার্টফোন এখন শুধুমাত্র প্রযুক্তির দিক থেকে নয়, বরং আর্থিক স্বাধীনতার দিক থেকেও চমক দিচ্ছে। এই ভাবনাকে হাতিয়ার করে দেশের বাজারে প্রবেশ করেছে এবার নতুন নাম NxtQuantum-এর Ai+ Smartphone। এতদিন চীনা বা আমেরিকান কোম্পানিগুলি ভারতের পছন্দের কোম্পানি হয়ে উঠেছিল। তবে সেই ফোন পুরোপুরি তৈরি হচ্ছে এবার ভারতে।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
মেক ইন ইন্ডিয়া প্রযুক্তি এবার হাতের মুঠোয়
জানা গিয়েছে, এই স্মার্টফোন নির্মাণের নেতৃত্ব দিয়েছে Realme-এর প্রাক্তন CEO মাধব শেঠ। সূত্র বলছে, তার নতুন কোম্পানি NxtQuantum Shift Technologies-র হাত ধরেই জন্ম নিয়েছে স্মার্টফোন। আর এই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগল ক্লাউড ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর শশী কুমার শ্রীধরণ।
এই মোবাইল ফোন শুধুমাত্র হার্ডওয়ারের দিক থেকে নয়, বরং প্রযুক্তির দিক থেকেও ভারতীয়দের প্রয়োজন মেটাতে সাহায্য করবে। ব্যক্তিগত ডেটার গোপনীয়তা রক্ষায়ও জোড় দেওয়া হয়েছে এবং ব্যবহারকারীদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়ার কথা বারবার বলেছেন মাধব শেঠ।
কী থাকছে এই স্মার্টফোনে?
জানা যাচ্ছে, Pulse মডেলটির দাম শুরু মাত্র ৪৪৯৯ টাকা এবং Nova 5G মডেলটির দাম শুরু হবে মাত্র ৭৪৯৯ টাকায়। আর ফোনেই থাকছে ৬.৭ ইঞ্চির HD+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ডুয়াল এআই ক্যামেরা, ৫০০০mAh ব্যাটারি, সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১ টেরাবাইট পর্যন্ত এক্সপ্যান্ডেবল স্টোরেজ এবং Android ভিত্তিক NxtQuantum OS।
পাশাপাশি কালার অপশন নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে থাকছে ব্লু, ব্ল্যাক, গ্রীন, পার্পেল এবং পিঙ্ক, মোট পাঁচটি কালার কম্বিনেশন এবং এই ফোনে রয়েছে Theme Designer Tool, যা আপনার ফোনকে একেবারে নিজের মতো করে সাজিয়ে তুলতে সাহায্য করবে। পাশাপাশি আঞ্চলিক ভাষা সমর্থন থাকায় ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলির মানুষরা সহজে ব্যবহার করতে পারবে এই ফোন।
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র