Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আগের বারোটি সিজনের সাফল্যের পর, আসছে জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) সিজন ১৩। এই সুখবর আগেই পেয়েছেন বাংলার ছোট পর্দার দর্শক তথা নৃত্যপ্রেমীরা। গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় চলছিল অডিশন। নাচের এই রিয়্যালিটি শো (Dance Reality Show) ঘিরে দর্শকদের কৌতূহল ও উৎসাহ দুটোই চোখে পড়ার মতো থাকে প্রতি সিজনে। ‘ডিবিডি’-তে মহাগুরু আসনে ফিরছেন মিঠুন চক্রবর্তী। এবার রয়েছে আরও অনেক চমক।
মঙ্গলবার থেকে শ্যুটিং শুরু হচ্ছে ‘ডিবিডি’-র। ‘সারেগামাপা’ শেষ হলে, মার্চ মাস থেকে প্রতি শনি-রবিবার রাত সাড়ে ন’ টায় জি বাংলায় সম্প্রচার হবে। এবারও বিচারকের আসনে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। টলিপাড়ার খবর, সেই সঙ্গে বিচারক রূপে দেখা যাবে আরও দুই টলি তারকাকে। স্টুডিয়ো পাড়ার গুঞ্জন, এবার এই আসনে বসবেন যিশু সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। যদিও এবিষয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী বা কলাকুশলীদের কেউই। সেই সঙ্গে এবারও সঞ্চালকের দায়িত্ব পালন করবেন অঙ্কুশ হাজরা।
আরও পড়ুন:- সেরা 5 টি সার্টিফায়েড Google Course। বাড়ি বসে কাজ শিখে মাসে লক্ষাধিক টাকা আয় করুন
এবারও নন ফিকশন এই শো পরিচালনা করবেন অভিজিৎ সেন। ভারতীয় ধ্রুপদী থেকে বলিউড, কিংবা হিপহপের মতো বিভিন্ন ঘরানার নাচের মাধ্যমে হবে হাড্ডাহাড্ডি লড়াই। আশা করা যায়, অন্যান্য সিজনের মতো এবারও বাংলার সেরার সেরা নৃত্যশিল্পীরা সুযোগ পাবেন তাদের প্রতিভা সকলের সামনে তুলে ধরার। তবে এবার শোয়ের ফরম্যাট একই থাকবে নাকি কিছুটা পাল্টাবে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত সিজনে বিচারক আসনে বসেছিলেন অভিনেত্রী মৌনী রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে এবার তাঁদের দেখা যাবে। ‘ডিবিডি’-র সিজন ১২ তে ছোটদের মধ্যে থেকে তিন জন স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়, এবং বড়দের মধ্যে এককভাবে জয়ী হন দিশা মণ্ডল।
আরও পড়ুন:- মাত্র 5000 টাকায় শুরু করুন এই ব্যবসা। কম বিনিয়োগে বেশি লাভ, জেনে নিন বিস্তারিত
আরও পড়ুন:- সিনিয়র থেকে জুনিয়র, সব ডাক্তারের অনেক টাকা মাইনে বাড়ছে, বড় ঘোষণা মমতার