Bangla News Dunia , S. Datta Roy :- করোনার সংক্রমণ নিয়ে চিন্তা তো শুরু থেকে দক্ষিমবঙ্গ নিয়ে ছিলই ,এখন তার সঙ্গে উত্তরবঙ্গও যোগ হল। পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে এ রাজ্যে ফিরতেই মুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ ছড়ানো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। গত কয়েকদিনের পরিসংখ্যান থেকে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে। যেমন -এই মাসের শুরুতেই মালদায় ২ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়। পরিযায়ী শ্রমিকরা ফিরতেই সংক্রমণের সংখ্যা ২ থেকে ৮২ হয়ে গেছে। মালদাতে গত ২৪ ঘন্টায় ৩১ জন আক্রান্ত পাওয়া গেছে।
স্বাস্থ্যভবন সূত্রের খবর অনুযায়ী আক্রান্তদের বেশিরভাগটাই পরিযায়ী শ্রমিক। এছাড়া মুর্শিদাবাদ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরের আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিযায়ী শ্রমিকদের থেকেই সংক্রমণ ছড়াচ্ছে। এই রাজ্যে বর্তমানে ২০০ জনের কোরোনাতে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৮ জন সুস্থ হয়েছে আর টেস্ট হয়েছে ৯২১৬ টি। এই সপ্তাহেই নতুন আরও ১০ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হবে। রাজ্যে করোনা টেস্টের সংখ্যা ১ লাখ ৩৮০০০ পেরিয়ে গেছে।
আমফান পরবতী সময়ে ত্রাণের কাজে ব্যস্ত থাকায় রাজ্য সরকার আপাতত পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন আগামিকাল মঙ্গলবার পর্যন্ত না পাঠাতে অনুরোধ করেছে রেলকে। মঙ্গলবারের পরে শতাধিক ট্রেনের পরিযায়ী শ্রমিক নিয়ে ফেরার কথা আছে। বর্তমানে রাজ্যে ২০৫৬ জন চিকিৎসাধীন আছে।
Highlights
১. পরিযায়ী শ্রমিকরা ফিরতেই সংক্রমণের সংখ্যা ২ থেকে ৮২ হয়ে গেছে।
২. মালদাতে গত ২৪ ঘন্টায় ৩১ জন আক্রান্ত পাওয়া গেছে।
৩. এই সপ্তাহেই নতুন আরও ১০ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হবে।
# করোনা # চিকিৎসা # পরিযায়ী শ্রমিক