ফিরে দেখা ২০২০ : দেখুন কি কি ভালো জিনিস শিখালো ২০২০

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অমিত দাস :- ২০২০ মানেই করোনা ভাইরাস , লক ডাউন , মাস্ক , স্যানিটাইজার , চীন , ঘর বন্দি , আতঙ্ক , কর্মহানি ইত্যাদি। বেশিরভাগ মানুষ হয়তো চান এই বছরটি যেনো আর ফিরে না আসে। আমরা বাংলা নিউজ দুনিয়ার পক্ষ থেকেও চাই এই বছরটি যেনো আর ফিরে না আসে। বেশিরভাগ মানুষ বলেন এই বছরটিকে মনে রাখতে চাইবেন না কিন্তু এই ২০২০ থেকে আমরা অনেক ভালো কিছু শিখতে পারি। যা শিখলে আমাদের জীবনে চলার  পথে উপকার হবেই। চলুন ২০২০ থেকে কি কি শিখতে পারি তা জেনে নেওয়া যাক।

১. স্বাস্থ্যে :- আমরা বেশিরভাব মানুষই এই ভাইরাস আসার আগে স্বাস্থ্যের প্রতি অবহেলিত ছিলাম। স্বাস্থ্যের দিকে একদম নজর দিতাম না। কিন্তু করোনা ভাইরাস আসার পর সেই অভ্যাস কিছুটা বাধ্য হয়ে ছাড়তে হলো। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হলো। কথায় আছে যার স্বাস্থ্যে ঠিক আছে তার সব কিছু ঠিক আছে। অথাৎ স্বাস্থ্যে ঠিক থাকলে আপনি জীবনকে উপভোগ করতে পারবেন। তাই ২০২০ থেকে শিক্ষা নিয়ে এখন সারা জীবন নিজের সাস্থের প্রতি যত্নবান হন।

আরো পড়ুন :- শেষ হল জীবনের পথচলা ! ২০২০-তে যারা চলে গেলেন স্মৃতিতে , পর্ব -১

২.পরিবার :- বর্তমান ডিজিটাল যুগে আমরা বেশিরভাগ মানুষই পরিবার ও আপনজনের থেকে দূরে হয়ে যাচ্ছিলাম। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আপনজনের থেকে পড়কে বেশি প্রাধান্য দিতাম। এই কারণেই এখন পরিবার ছোট হয়ে গেছে। তবে এই করোনা ভাইরাস আমাদের জীবনে পরিবার ও আপনজন কতটা প্রয়োজন তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা করোনা কালে দেখেছি করোনা ভাইরাস হবার ফলে দূরের মানুষতো আপনাকে ত্যাগ করেছে , কিন্তু নিজের কাছের মানুষ আপনার পাশে থেকেছে। সে নিজের প্রাণের ভয় না করে।

corona-treatment

৩. কর্ম :- এই করোনা কালে প্রচুর মানুষ তার চাকরি বা কর্ম খুইয়েছে। যার প্রভাব তার পরিবারের উপর আসে পড়েছে। কিন্তু যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের চাকরি যায়নি। তাই নিজেকে সর্বদা এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করুন। এতে আপনার যেমন লাভ হবে তেমন দেশের ও লাভ হবে।

৪. মানবতা :- বর্তমানে মানুষের মধ্যে মানবতা বোধ নেই বললে খারাপ হবেনা। সবাই নিজের নিজের ফায়দা দেখতে ব্যাস্ত। এই করোনা কালে মানুষ অসৎ উপায়ে অর্থ উপার্জনের দিকে ঝুঁকেছে। এছাড়া আমরা দেখেছি করোনা রোগীর সাহায্য না করতে। কিন্তু মানুষের মধ্যে যদি মানবতা থাকতো তবে এই সব জিনিস থেকে দেশ মুক্তি পেতো। তাই নিজের মধ্যে মানবতা জাগান ও নিজের কাছের মানুষদের মানবতা জাগাবার চেষ্টা করুন।

আরো পড়ুন :- ফিরে দেখা ২০২০ : কি কি পরিবর্তন আসলো আমাদের জীবনে

avilo digital marketing

Highlights:- 

১. ২০২০ সকলের কাছে খারাপ হলেও আমাদের কিছু শিখিয়ে গেছে।

২. আমরা বুঝতে পেরেছি আমাদের জীবনে স্বাস্থ্যে , কর্ম , মানবতা , পরিবার এই সকল জিনিস খুবই দামি।  

#banglanews #firedekha2020 #banglanewsdunia #corona

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন