ফিলটার করা জল পানে রয়েছে মারণ রোগের আশঙ্কা, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি কি প্রতিদিন ফিলটার করা জল পান করেন ? বিশেষজ্ঞরা জানান এতে ক্যানসার হওয়ার সম্ভবনা বেশি ৷ সাম্প্রতিক এক গবেষণায় জানা গিয়েছে, ফিলটার প্রক্রিয়ার ব্যবহৃত ক্লোরিন বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে । গবেষকরা দেখেছেন, ট্রাইহালোমেথেন (টিএইচএম) এবং নাইট্রেট যা জলের মাধ্যমে মলের মধ্যে প্রবেশ করে তাতে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় । এই গবেষণা থেকে জানা গিয়েছে এই রাসায়নিকগুলি টিউমারগুলির সঙ্গে আরও বেশি সম্পর্কিত যা শরীরের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে ।

বিশেষজ্ঞরা জানান, ক্লোরিন সাধারণত আমরা যে জল পান করি তা বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় । এর ফলে জল থেকে সংক্রমণ ছড়ানো ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া দূর হয় । তবে জল পরিশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ক্লোরিন দিয়ে ট্রাইহ্যালোমেথেন (টিএইচএম) তৈরি হয় ৷ ফলে এটি বহু স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়াতে পারে ৷ এই কারণে, মূত্রাশয় ক্যানসারের ঝুঁকি 33 শতাংশ এবং কোলন ক্যানসারের 15 শতাংশ সম্ভাবনা বেড়ে যায় বলে জানা গিয়েছে । এছাড়াও, গর্ভবতী মহিলাদের গর্ভপাত জন্মের সময় কম ওজন এবং শিশুদের অন্যান্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

আরও পড়ুন:- বার্ড ফ্লু হতে পারে আপনার বাড়ির পোষা প্রাণীদেরও, জানুন কীভাবে বাঁচবেন?

Filter Water

গর্ভবতী মহিলাদের সমস্যা

 

বিশেষজ্ঞরা জানান, নাইট্রেট পানীয় জলে পাওয়া সবচেয়ে সাধারণ দূষণকারীগুলির মধ্যে একটি । এটি ব্যাখ্যা করা হয়েছে জমিতে ব্যবহৃত সার এবং পশুপালন কেন্দ্রের বর্জ্যে উচ্চ পরিমাণে নাইট্রেট থাকে । এটি বৃষ্টির মাধ্যমে ভূগর্ভস্থ জল ও নদীতে প্রবেশ করে । এই পদার্থটি আসলে প্রকৃতির অংশ হলেও মানুষের কার্যকলাপের ফলে এর প্রাকৃতিক চক্রে পরিবর্তিত হয় 

Health

 

ফিলটার করা জল পান করেন 

গবেষণার বিস্তারিত ফলাফল…

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

দীর্ঘ সময় ধরে জলের মাধ্যমে শরীরে প্রবেশ করা নাইট্রেট এবং টিএইচএম-এর কারণে প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি বাড়ে কিনা তা নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা । গবেষণাটি স্পেনের বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের বিজ্ঞানীরা করেছেন । এর জন্য, 2008 থেকে 2013 সালের মধ্যে স্পেনের হাসপাতালে চিকিৎসা করা 697 জন প্রোস্টেট ক্যানসার রোগীর বিবরণ বিশ্লেষণ করা হয়েছিল । তাদের মধ্যে 97 জনের দ্রুত ছড়িয়ে পড়া টিউমার পাওয়া গিয়েছে । 8 বছর বয়স থেকে নেওয়া নাইট্রেট এবং THM এর পরিমাণ পরীক্ষা করা হয়েছিল । তারা কোন এলাকায় বাস করত ? কী ধরনের জল পান করেছেন ? দিনে কতটা পরিমাণ জল পান করেন তা নিয়ে একটা সার্ভেও করা হয়েছে ৷

Water

ফিলটার জল

 

বিজ্ঞানীরা দেখেছেন নাইট্রেটের পরিমাণ যত বেশি, প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি তত বেশি । যারা 14 মিলিগ্রামের বেশি নাইট্রেট পান তাদের নিম্ন-গ্রেড বা মাঝারি-গ্রেডের প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি 1.6 গুণ বেশি ও যারা প্রতিদিন গড়ে 6 মিলিগ্রামের কম নাইট্রেট পান তাদের তুলনায় ।

Health Care

ক্যানসার হওয়ার সম্ভবনা

https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC1518976/?page=3

https://pubmed.ncbi.nlm.nih.gov/39837568/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

আরও পড়ুন:- গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। কিভাবে সহজে আবেদন করবেন,আরও পড়ুন:-  জালিয়াতি এড়াতে কিভাবে সুরক্ষিত রাখবেন আধার ? বিস্তারিত জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন