ফিষ্টুলার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি চিকিৎসা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : ফিষ্টুলা/ ভগন্দর বা মলদ্বারে নালী ঘায়ের হোমিওপ্যাথি চিকিৎসা —

রোগ বিবরন : মলদ্বারের পার্শ্বে স্ফোটক হয় ঐ স্ফোটকে দপদপানি ব্যথা হইলে পাকিয়া ফাটিয়া ক্ষতে পরিনত হয়। ঐ ক্ষত সহজে আরোগ্য হইতে চায় না। সূত্রবৎ অর্থাৎ গুড়া কৃমি হইতে এই রোগের উৎপত্তি অনেকের ধারনা। রক্ত বা রক্ত মিশ্রিত পুজ অনেক দিন যাবৎ ঝরিতে ঝরিতে নালী ক্ষতে পরিনত হয়।

আরও পড়ুন : কালীগঞ্জের ফল প্রত্যাশিতই ছিল, হিন্দু ভোট একজোট হয়েছে ! দাবি শুভেন্দুর

চিকিৎসা—

(Heper Sulph) : মলদ্বারে এক পার্শ্ব ফুলিয়া অত্যন্ত ব্যথা। গুহ্য দ্বার চাপিয়া বসিতে পারে না। এই স্পর্শ কাতর বেদনায় ইহা সেবনে ফোড়া ফাটিয়া যায়। রোগের প্রথম অবস্থায়।

(Paeonia) : মলদ্বারে সর্বদায় রসে ভিজিয়া থাকে টাটানি ব্যথা পুঁজ পড়ে ইত্যাদি লক্ষনে ইহা উপকারী।
Q ২০/২৫ ফোঁটা এ আউন্স ভ্যাসলিনে মিশাইয়া মলদ্বাররে বাহ্যিক প্রয়োগ করিলে উপকার হয়।

(Ratanhia) : সর্বদায় রসে ভিজিয়া থাকে টাটানি ব্যথা পুঁজ পড়ে ইত্যাদি উপশমে ইহা উপকারী ।
Q ২০/২৫ ফোঁটা এ আউন্স ভ্যাসলিনে মিশাইয়া মলদ্বাররে বাহ্যিক প্রয়োগ করিলে উপকার হয়।

(Aurum Mur): ভগন্দর পীড়ার উত্তম ঔষধ। এই ঔষধ ব্যবহার করিয়া কয়েকটি রোগী আরোগ্য হইয়াছে।লক্ষন মিলিয়ে প্রয়োগ করবেন।

(Acid Flour) : গুহ্যদ্বারে ভগন্দর পীড়া (নালী ঘা) রোগী অত্যন্ত গরম কাতর মলদ্বারে যন্ত্রনা ঠান্ডায় উপশম হইলে এসিড ফ্লোর অব্যর্থ।

মেডোরিনাম (Medorrhinum): ভগন্দর পীড়ায় মলদ্বার হইতে মাংস ধোয়া জলের মত দুর্গন্ধ রস ঝরিলে মেডোরিনাম অব্যর্থ।

এছাড়াও আরো অসংখ্য ঔষধ আছে লক্ষনের উপর নির্ভর করে যেকোন ঔষধ আসতে পারে।

আরও পড়ুন : জুলাই থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা ? প্রকাশ্যে আসলো আপডেট

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন