Bangla News Dunia, Pallab : অবশেষে অপেক্ষার অবসান ঘটতে চলেছে কলকাতার ফুটবলপ্রেমীদের। ১৪ বছর পর ফের ভারতের মাটিতে পা রাখবেন ফুটবলের রাজপুত্র আর্জেন্টিনার লিওনেল মেসি। ডিসেম্বর মাসেই কলকাতায় আসার কথা রয়েছে মেসির। প্রকাশ্যে সেই সফরের সম্পূর্ণ সূচি। ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একই টিমে খেলতে দেখা যাবে মেসিকে।
আরও পড়ুন : Google Pay, PhonePe ব্যবহার করেন ? আজ থেকে এই নতুন নিয়ম গুলি না জানলে সমস্যায় পড়বেন !
জানা গিয়েছে, ১২ ডিসেম্বর রাত ১০টায় কলকাতায় পৌঁছবেন লিওনেল মেসি। দুই দিন এবং এক রাত কাটাবেন শহরে। ১৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে শুরু হবে কর্মসূচি। লেকটাউনের শ্রীভূমিতে ভিআইপি রোডে মেসির ৭০ ফিট উঁচু একটি স্ট্যাচু উন্মোচিত হবে। আয়োজকদের দাবি, গোটা বিশ্বে এই প্রথম মেসির এত বড় মূর্তি তৈরি হচ্ছে। এর পরে সেখান থেকে ফুটবলের রাজপুত্র রওনা দেবেন ইডেন গার্ডেন্সের দিকে। বেলা ১২টা থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত ইডেনে রয়েছে একাধিক অনুষ্ঠান। এই মেগা ইভেন্টে মেসিকে সংবর্ধনা জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অনুষ্ঠানে মেসিকে সম্মান জানানো ও সংবর্ধনা দেওয়া হবে গান এবং খেলার মাধ্যমে। সেভেন-এ-সাইড এই ম্যাচে খেলা হবে একেবারেই ছোট ছোট টাচ ও হালকা চালে। মেসির সঙ্গে খেলতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, জন আব্রাহাম, বাইচুং ভুটিয়াদের। ইডেনে ৬৮ হাজার দর্শকাসন পুরোটাই ভর্তি থাকবে, এমনটাই আশা করছেন আয়োজকরা।
জানা গিয়েছে, ১ ঘণ্টা ২০ মিনিট ইডেনে থাকবেন মেসি। ইডেনে টিকিটের দাম নির্ধারিত না হলেও তবে সর্বনিম্ন মূল্য সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু হতে পারে, এমনটাই সূত্রের খবর। কলকাতা সফরের পরে মেসি যাবেন আমেদাবাদ, মুম্বই এবং দিল্লিতে।
শেষবার ২০১১ সালে কলকাতায় পা পড়েছিল ফুটবলের রাজপুত্রের। আর্জেন্টিনার হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় এসেছিলেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে ওই ম্যাচে কানায় কানায় ভরে গিয়েছিল যুবভারতী স্টেডিয়াম।
আরও পড়ুন : কেটেছে ওবিসি জট, আগামী সপ্তাহে রাজ্য জয়েন্টের ফল ঘোষণা














