ফুলশয্যার রাতে পুরুষদের দুধ খাওয়ানো হয়, পিছনে কি কারণ জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিয়ের পর ফুলসজ্জার রাত প্রতিটি স্বামী-স্ত্রীয়ের জন্য স্মরণীয় ও বিশেষ। আয়ুর্বেদ শাস্ত্রে ফুলশয্যার রাত স্বামী-স্ত্রীর প্রথম মিলনের রাত। 

ফুলশয্যার রাতকে ঘিরে অনেক আচার নিয়ম পালিত হয়।
বিশেষজ্ঞরা বলেন, ফুলশয্যায় দুধ খাওয়ানোর রীতি অতি প্রাচীন। আসলে প্রাচীন যুগ থেকেই ভারতীয় কৃষি ও অর্থব্যবস্থায় এবং দৈনন্দিন জীবনে গরুর দুধের বিশেষ গুরুত্ব রয়েছে।

ফুলসজ্জার এই রাত মিলনের রাত, যখন স্বামীকে দুধ খাওয়ানোর একটা রেওয়াজ আছে। অনেকে এটিকে কুসংস্কার ভাবেন। কিন্তু এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক অর্থ।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন