Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর গ্রহরা নিজেদের স্থান পরিবর্তন করে। আর তারফলে একাধিক রাশিতে তার প্রভাব পড়ে। কিছু দিন পর থেকে শুরু হতে চলেছে বুধাদিত্য যোগ। তারফলে রাশিচক্রের কয়েকটি রাশিতে তার সুপ্রভাব পড়বে।
আরো পড়ুন :- অস্ত যাচ্ছেন শনিদেব ! টাকাপয়সা নিয়ে চিন্তা কাটবে এই ৪ রাশির
এই বুধাদিত্য যোগ মকর রাশিতে হতে চলেছে। এই বুধাদিত্য রাজযোগের ফলে কোন কোন রাশি কী ভাবে লাভবান হতে পারে। জ্যোতিষ শাস্ত্র মতে বলা হচ্ছে, বিশেষ তিনটি রাশিতে এর সুপ্রভাব পড়বে। তবে দেখে নেওয়া যাক, কোন কোন রাশিতে এর সুপ্রভাব কী কী সমৃদ্ধির জোয়ার নিয়ে আসবে।
বৃশ্চিক রাশি :- বুধাদিত্য রাজযোগ শুভ ফলদায়ী হতে চলেছে এই রাশির মানুষদের জীবনে। এই সময় রাজনীতিতে জড়িত ব্যক্তিদের কোনও পদের প্রাপ্তি হতে পারে। এই সময় মান সম্মান বৃদ্ধি হতে পারে। বিদেশে যাত্রার সুযোগ আসতে পারে। কেরিয়ারে উন্নতির যোগ তৈরি হবে। এই সময় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
মকর রাশি :- এই সময় এই রাশির পারিবারিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। বুধ ও সূর্যের যুতির শুভ প্রভাব পড়বে বিভিন্ন রাশিতে। এই সময় এই রাশির অবিবাহিত মানুষদের বিয়ের প্রস্তাব আসতে পারে। লাভ হতে পারে আর্থিক দিক থেকে। আশপাশের পরিবেশ ভালো হতে পারে। এই সময় ব্যবসায়ীরা পেতে পারেন লাভ।
সিংহ রাশি :- বুধাদিত্য রাজযোগ এই রাশির জন্য খুবই শুভফলদায়ী হবে। কোনো পুরনো সমস্যা এই সময় কাটিয়ে উঠতে পারবেন। কোর্টের কোনো সমস্যা থেকে এই সময় মুক্তি পাবেন। এই সময় চাকরিরতদের জন্য শুভ সংবাদ আসতে পারে। এরই সাথে আসবে মান সম্মানও।
আরো পড়ুন :- অর্থহানি, দম্পতিদের ঝামেলা – শনির ‘কুনজরে’ জীবন অভিশপ্ত হবে এই ৪ রাশির মানুষের
আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)