Bangla News Dunia, দীনেশ :- মহাকুম্ভে(Maha Kumbh) আবারও ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। সূত্রের খবর,শনিবার প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮ এবং ১৯-এর মধ্যবর্তী এলাকায় আগুন লাগে। ঘটনায় পুড়ে যায় বেশ কয়েকটি তাবু। মুহূর্তের মধ্যে শোরগোল পড়ে যায় পুণ্যার্থীদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। তাঁদের বেশ কিছুক্ষনের চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কীভাবে এই আগুন লাগল সেই বিষয়ে কোনও নির্দিষ্ট তথ্য এখনও পাওয়া যায়নি। ঘটনায় কারও হতাহতের খবরও পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
আরো পড়ুন :- ৫০ টাকার এই নোট থাকলেই পাবেন ৭ লক্ষ টাকা, জানুন কীভাবে বিক্রি করবেন
প্রসঙ্গত, গত সপ্তাহে এই সেক্টর ১৮ তেই আগুন লেগে পুড়ে গিয়েছিল বেশ কয়েকটি তাবু। তাঁর আগে ২৫ জানুয়ারি আগুন লেগে গিয়েছিল সেক্টর ২ দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে। এখানেই শেষ নয়, গত ১৯ জানুয়ারিতেও সেক্টর ১৯-এ গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মেলাপ্রাঙ্গনে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিক ভাবেই প্রশ্নের মুখে পড়েছে স্থানীয় প্রশাসন।
আরো পড়ুন :- যৌ’নতার সম্পর্ক না হওয়া পর্যন্ত পরপুরুষের সঙ্গে প্রেম পরকীয়া নয় !
আরো পড়ুন :- ‘দেশের শ্রমিকরা কাজ করতে চায় না’, ফের বিতর্কিত মন্তব্য L&T প্রধানের