Bangla News Dunia, Pallab : ভারতীয় সেনাবাহিনীর গাড়ি (Army Truck) লক্ষ্য করে গুলিবর্ষণ জঙ্গিদের (Terror Attack)। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) রাজৌরি জেলায়। হামলার জবাব দিতে পালটা গুলি চালিয়েছে সেনারাও। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও।
আরো পড়ুন : UPI লেনদেনে বড় পরিবর্তন ! না জানলে পড়বেন বিপদে
সেনাবাহিনী সূত্রে খবর, বুধবার দুপুরে নিয়ন্ত্রণ রেখার কাছেই সুন্দরবানি-মাল্লা সড়কে টহল দিচ্ছিল সেনার গাড়ি। সেই সময় ফাল গ্রামের একটি জলের ট্যাংকের কাছে পৌঁছতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে খবর। পালটা গুলি চালিয়েছে সেনাও। ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
আরও পড়ুন : 50,000 বেকারকে ট্রেনিং দিচ্ছে মমতা সরকার, সঙ্গে পেতে পারেন মোটা আর্থিক সাহায্যও
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে একাধিক জঙ্গি হামলার খবর সামনে এসেছে জম্মু-কাশ্মীর থেকে। জঙ্গিদের খোঁজে মাঝেমধ্যেই অভিযানে নামে সেনাবাহিনী। এই ঘটনার পর রাজৌরিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।