ফের উসকানি মুনিরের ! এবার পাক সেনাপ্রধানের নিশানায় রিলায়েন্সের জামনগর তৈল শোধনাগার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : আমেরিকায় গিয়ে ভারতের উপর সম্প্রতি পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir)। আর এবার তাঁর কন্ঠে শোনা গেল, গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তেল শোধনাগারকে নিশানা করার কথা। ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনও সামরিক সংঘর্ষের ক্ষেত্রে এই তেল শোধনাগারকে নিশানা করার ইচ্ছের কথা জানিয়েছেন পাক সেনাপ্রধান।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

জামনগর তেল শোধনাগারটি (Jamnagar Refinery) বিশ্বের বৃহত্তম তৈল পরিশোধনাগার। ফ্লোরিডার টাম্পায় নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে মুনির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের কথা উল্লেখ করেন। পোস্টটিতে রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছবি সহ কোরানের একটি আয়াত ছিল। এর ফলে জল্পনা শুরু হয়েছে যে মুনির তেল থেকে শুরু করে টেলিকম ক্ষেত্রের তাবড় শিল্পপতি তথা ধনীতম ভারতীয় সংস্থাকে হুমকি দিচ্ছেন।

আমেরিকার মাটি থেকে ভারতের উদ্দেশে একের পর এক এমন হুমকি ভালো চোখে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সম্প্রতি আমেরিকায় দাঁড়িয়ে পাক সেনাপ্রধানের কথায় ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারির কথা উঠে আসে। পাকিস্তানে ভারতের সেনা অভিযান ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) এবং পরবর্তী দুই দেশের সংঘাতের পর এনিয়ে দ্বিতীয়বার আমেরিকায় গিয়েছেন মুনির। সেখান থেকে ১০টি মিসাইল দিয়ে ভারতে হামলার হুমকি দেন মুনির। বলেন, ‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি, আমরা ধ্বংসের দিকে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব।’ পর্যবেক্ষকদের মতে, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনও দেশকে এরকম পরমাণু হুঁশিয়ারির নজির বিরল।

পাশাপাশি, ভারতের সঙ্গে সিন্ধু জলবন্টন নিয়েও নানা কথা বলতে শোনা যায় মুনিরকে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান, ভারত বাঁধ তৈরি করুক। হয়ে গেলেই ১০টি ক্ষেপণাস্ত্র মেরে তা গুঁড়িয়ে দেওয়া হবে। পাক সেনা প্রধানের দাবি, ‘সিন্ধু ওদের পৈতৃক সম্পত্তি নয়। ক্ষেপণাস্ত্রের কোনও অভাব আমাদের নেই।’ এবার তাঁর মুখে শোনা গেল বিশ্বের বৃহত্তম পরিশোধনাগারে হামলার হুমকি। তবে ভারত এই হুমকির কড়া ভাষায় প্রত্যুত্তর দিয়েছে।

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তারা পাক সেনা প্রধানের পারমাণবিক হুমকির কাছে নতি স্বীকার করবে না। দেশের স্বার্থ সুরক্ষিত রাখতে তারা সবরকম পদক্ষেপ করবে। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে আমেরিকার মতো তৃতীয় কোনও ‘বন্ধু’ দেশের মাটি থেকে ভারতকে এই হুমকি দেওয়ায় প্রশ্ন তোলা হয়েছে। ভারতের আরও বক্তব্য, পাকিস্তানের মতো দেশ যারা সন্ত্রাসবাদীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে তাদের হাতে পরমাণু অস্ত্র মোটেই সুরক্ষিত নয়। যদিও পাকিস্তান বিদেশ মন্ত্রকের তরফে ভারতের তরফে জারি করা বিবৃতিকে খারিজ করা হয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন