ফের একবার শ্রীলঙ্কার মসনদে চীনা সরকার !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, অজয় দাস :- আবারো একবার শ্রীলঙ্কার মসনদে বসলেন মাহিন্দ্রা রাজাপক্ষে। তার পার্টি এস এল পি পি শ্রীলঙ্কার নির্বাচনে ২২৫ টি আসনের মধ্যে ১৪৫ টি আসন দখল করে। এছাড়া তার জোটসঙ্গীরা ও ৫ টি আসন দখল করে। ২০২০ সালের এই নির্বাচনের আগে সমীক্ষায় মাহিন্দ্রা রাজাপক্ষের পার্টির জয়ের কথা বলা হয়। এমনকি বুথ ফেরত সমীক্ষায় ও বলা হয় বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে শ্রীলঙ্কার শাসনে ফিরছেন রাজাপক্ষের পার্টি এস এল পি পি।

মাহিন্দ্রা রাজাপক্ষ আর আগে ২০০৫ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলঙ্কার মসনদে ছিলেন। এস এল পি পি তার পারিবারিক পার্টি হিসাবে পরিচিত। তার দাদা গোতাবায়া রাজাপক্ষ বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। আগের বছর শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচনে জয়লাভ করেন তিনি। তার পর থেকেই মনে করা হচ্ছিলো ২০২০ নির্বাচন জিততে চলছে এস এল পি পি।

Mahindra Rajapaksa

মাহিন্দ্রা রাজাপক্ষ বরাবরই চীন ঘেঁষা। তার আমলেই চীন শ্রীলঙ্কায় তাদের নৌঘাঁটি তৈরি করেছে। এমনকি চীন প্রচুর টাকা লোন দিয়েছে শ্রীলঙ্কাকে। চীনের কথায় চলার জন্য পরিচিত মাহিন্দ্রা রাজাপক্ষের পরিবার। এই পরিবারের হাতেই বর্তমানে শ্রীলঙ্কার সমস্ত ক্ষমতা।

মাহিন্দ্রা রাজাপক্ষ শ্রীলঙ্কার মসনদে বসায় , আসলে চীনা সরকার প্রতিষ্ঠা করার সমান। ঠিক যেমনটা আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থা।

Highlights:-  

১. শ্রীলঙ্কার মসনদে বসলেন মাহিন্দ্রা রাজাপক্ষে

২. ২২৫ টি আসনের মধ্যে ১৪৫ টি আসন দখল করেছে এস এল পি পি। 

৩. মাহিন্দ্রা রাজাপক্ষ বরাবরই চীন ঘেঁষা

#banglanewsdunia #srilonka #china #mohindrarajapokhe 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন