Bangla News Dunia, Pallab : নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদলের সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীর (Jammu Kashmir)। রবিবার সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় জঙ্গিদের চার থেকে পাঁচ জনের একটি দল অনুপ্রবেশের চেষ্টা চালায়। কিন্তু জঙ্গিদলের এই মুভমেন্ট নজরে চলে আসে নিরাপত্তাবাহিনীর। সঙ্গে সঙ্গে বাধা দেন জওয়ানরা। শেষ খবর পাওয়া অবধি দুপক্ষের সংঘর্ষ চলছে।
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
প্রাথমিক তথ্য অনুসারে, হিরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছে সান্যাল গ্রামে চার থেকে পাঁচজন অনুপ্রবেশকারীর একটি নতুন দলকে চিহ্নিত করে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরই নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে। এলাকাটি জঙ্গলাকীর্ন হওয়ায় আত্মগোপন করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয় আরও অতিরিক্ত বাহিনী। শুরু হয় চিরুনি তল্লাশী। এর আগে ১৭ মার্চ কুপওয়ারা জেলায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। যেই সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়। খুব সম্প্রতি জঙ্গিরা কাঠুয়া জেলায় ৩ জন সাধারণ নাগরিককে হত্যা করে। যার মধ্যে এক নাবালকও রয়েছে।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন