Bangla News Dunia, Pallab : ফের ‘থ্রেট কালাচার’ (Threat Culture)-এর অভিযোগ। এবার তালিকায় যুক্ত হল বাঁকুড়া মেডিকেল কলেজ (Bankura Sammilani Medical College And Hospital)। সেখানকার বিভাগীয় প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন জুনিয়ার ডাক্তারদের একাংশ। এনিয়ে শনিবার থেকে প্রতিবাদ, আন্দোলনে সরব হয়েছেন তাঁরা।
আরও পড়ুন : ‘ভোটার তালিকা থেকে যেন কারও নাম বাদ না যায়’, বিএলও’দের নির্দেশ মুখ্যমন্ত্রীর
জুনিয়ার ডাক্তারদের (Junior Doctors) অভিযোগ, চেস্ট মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অভিজিৎ মণ্ডল দীর্ঘদিন ধরে ইন্ডোর রোগীদের দেখার দায়িত্ব এড়িয়ে চলেন। বিভাগের প্রধান হয়েও চিকিৎসা পরিষেবা দেন না বললেই চলে। এতে রোগীদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি জুনিয়ার ডাক্তাররাও তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলেই রীতিমতো হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। কখনও কথায়, কখনও কাজে। রোগীদের চিকিৎসা নিয়ে কোনও আলোচনাই করা যায় না। এভাবে হাসপাতালের অন্দরে ‘থ্রেট কালচার’ চললে পড়াশোনা কীভাবে হবে? এই প্রশ্ন তুলেছেন তাঁরা।
এনিয়ে জুনিয়ার ডাক্তারদের একাংশ ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর এবং মেডিকেল এডুকেশন ডিরেক্টরেটের কাছে লিখিত অভিযোগ জমা করেছেন। পড়ুয়াদের কাছ থেকে সমস্ত বিষয় শুনেছেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুন্ডু। তিনি জানান, তদন্ত চলছে। সমস্ত দিক খতিয়ে দেখে রিপোর্ট দ্রুত স্বাস্থ্য দপ্তরে পাঠানো হবে। যদিও এবিষয়ে অভিজিৎ মণ্ডলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।