ফের দলিত নির্যাতন বিজেপি শাসিত রাজস্থানে !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মুখে সবকা সাথ, সবকা বিকাশের কথা বললেও দলিত নির্যাতনে লাগাম টানা হচ্ছে না বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার ১৯ বছরের এক দলিত তরুণকে মারধর, যৌন নির্যাতন এবং গায়ে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি শাসিত রাজস্থানে (Rajasthan)। রবিবার পুলিশ জানিয়েছে, সিকারের ফতেপুরে ৮ এপ্রিল ওই দলিত তরুণকে দু’জন ব্যক্তি ব্যাপক মারধর করে। তার গায়ে প্রস্রাব করে এবং যৌন নির্যাতন করে। ঘটনার আটদিন পর ওই তরুণের পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ এফআইআর দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতা ও এসসি, এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিএসপি অরবিন্দ কুমার বলেন, ‘আমরা এই ঘটনায় এফআইআর দায়ের করেছি। নির্যাতিত তরুণের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তার বয়ান নথিভুক্ত করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।’

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

এই ঘটনায় রাজ্যের বিজেপি সরকারের তীব্র নিন্দা করেছে কংগ্রেস। প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘ওই তরুণ এই ঘটনায় এতটাই ধাক্কা পেয়েছে যে ৮ দিন ধরে অভিযোগও জানাতে পারেনি।’ বিরোধী দলনেতা তিকারাম জুলি বলেন, ‘এটাই আজকের রাজস্থানের বাস্তবতা। একজন দলিত তরুণকে অপহরণ, মারধর, যৌন নির্যাতন, গায়ে প্রস্রাব করা এবং হুমকি দেওয়া হয়েছে। এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এটা লজ্জাজনক বাস্তবতা।’ পুলিশকে তরুণ জানিয়েছে, ঘটনার দিন পরিবারের সঙ্গে বরযাত্রীদের মিছিল দেখতে গিয়েছিল সে। সেই সময় দু’জন উচ্চবর্ণের ব্যক্তি তার ওপর চড়াও হয়। তার জাত নিয়ে গালাগালি দেওয়ার পাশাপাশি পরনের পোশাক খুলে যৌন হেনস্তা করা হয়। লোহার রড দিয়ে মারধর করা হয়।

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন