ফের দেশজুড়ে বন্ধ UPI পরিষেবা, কি সমস্যা হলো ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশজুড়ে ব্যহত UPI পরিষেবা ৷ তার জেরেই শনিবার বেলার দিকে লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন নাগরিকরা ৷ ডিজিটাল ট্রানজাকশনে সমস্যা দেখা যায় ৷ ব্যাঙ্কের ব্যালেন্স জানা গেলও আর্থিক লেনদেনর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় ৷ গুগল পে, ফোন পে এবং পেটিএম- এই তিনটি ইউপিআই অ্যাপের মাধ্যমেই টাকার লেনদেন করতে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা।

ইটিভি ভারত ভারতের তরফে বিভিন্ন রাজ্যের নাগরিকদের সঙ্গে এই সম্পর্কে কথা বলা হলে তাঁরাও এই সমস্যার কথা মেনে নিয়েছেন ৷ Unified Payments Interface পরিষেবা ব্যহকত হওয়ায় আর্থিক লেনদেনে সমস্যা হচ্ছে ৷ ব্যবহারকারীরা QR কোড স্ক্যানিং বা UPI-সংযুক্ত ফোন নম্বর বা UPI আইডিতে সরাসরি টাকা পাঠাতে গেলে তা সম্ভব হচ্ছে না । প্রাথমিক ভাবে অনুমান সমস্যাটি UPI সার্ভারের ডাউনের কারনেই হচ্ছে ৷

DownDetector-এর রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ইউপিআই সার্ভারের সমস্যাটি সকাল 11.30 মিনিটে শুরু হয়। তথ্য অনুযায়ী, সারা দেশে ব্যবহারকারীদের কাছ থেকে এই সমস্যায় পড়েছেন ৷

প্রসঙ্গত, কয়েকদিন আগে 26 মার্চও একই সমস্যায় সৃষ্টি হয়েছিল ৷ কিছু পরেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI ) এক্স হ্যান্ডেলে টুইট করে সমস্যার কথা উল্লেখ করেছিল সেই সময়ে ৷ প্রযুক্তিগত সমস্যার কারণেই নাগরিকদের Unified Payments Interface পরিষেবার মাধ্যমে লেনদেনে সমস্যা হচ্ছে বলে উল্লখ করেছিল NPCI তথা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ৷ তার কিছু দিনের মধ্যে দ্বিতীয়বার আবারও UPI পরিষেবা ব্যহত হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে ডিজিটাল লেনদন নিয়ে ক্ষোভ সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

আরও পড়ুন:- 111 বছর ধরে দায়ের হয়নি কোনও মামলা ! জানুন দেশের শান্তিপূর্ণ গ্রামটি কোথায় ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন