Bangla News Dunia, Pallab : ফের নিম্নচাপের ভ্রূকুটি বঙ্গে (Weather Update)। শনিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
আরও পড়ুন : ‘ভয় পাবেন না, বুক চিতিয়ে লড়ব’ ! সমর্থকদের উদ্দেশে বার্তা মিঠুনের
উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে মঙ্গলবার পর্যন্ত কয়েক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার ও উত্তর দিনাজপুরে। মঙ্গলবার উত্তরের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।
অন্যদিকে, শনিবার দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন : টাকা না থাকলেও চালানো যাবে অ্যাকাউন্ট ! ব্যাংক গুলির তরফে বিরাট সুখবর
আরও পড়ুন : NEET UG 2025-র কাউন্সেলিং কবে ? জানুন সম্ভাব্য দিনক্ষণ, বিজ্ঞপ্তি এমসিসি-র