ফের প্রবল গরমের ইঙ্গিত দক্ষিণবঙ্গে ! কেমন থাকবে উত্তর ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : রাজ্যের তাপমাত্রা ধীরে ধীরে আবার বাড়তে শুরু করবে। পাশাপাশি বাতাসে থাকবে জলীয় বাষ্পের উপস্থিতি, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব হবে। সুত্রের খবর, দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

আরও পড়ুন : গরমে ভুল স্নান মানেই বিপদ! এই নিয়ম না জানলে হতে পারে বড় ক্ষতি

কোন কোন জেলায় তাপ প্রবাহের সতর্কতা রয়েছে?

আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপ প্রবাহের মতো অবস্থা তৈরি হতে পারে ঝাড়্গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান সহ বেশ কিছু জেলায়। এমনকি শনিবারেও গরমের তীব্রতা কমার কোনরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে শনিবার ও রবিবার বিক্ষিপ্তভাবে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, উত্তরবঙ্গের আবহাওয়া কোনরকম পরিবর্তন হচ্ছে না আগামী চার-পাঁচ দিন। তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। তবে জানা যাচ্ছে, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি বুধবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বৃহস্পতিবারের পর থেকে দার্জিলিং ও কালিম্পং জেলায় বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টি হতে পারে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন