ফের বঙ্গের আকাশে নিম্নচাপ, ভারী বৃ্ষ্টিতে ভাসবে কোন কোন জেলা? দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফের নিম্নচাপের ভ্রুকুটি সাগরে। বৃষ্টি পরিস্থিতি ফের তৈরি হতে আগামী সপ্তাহের মাঝামাঝি। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বার্তায় বলা হয়েছে, আগামী বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয়। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি। এই কারণে আর্দ্রতার পরিমাণও বেশি।

শনি ও রবিতে দক্ষিণের আবহাওয়া:

  • আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে ৷
  • আগামিকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের 8 জেলাতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।

আজ থেকে বুধবার পর্যন্ত উত্তরের আবহাওয়া:

  • আগামী 21 জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায় আপাতত টানা মুষলধারে বৃষ্টি বিরতির পথে।
  • আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (7 থেকে 20 সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য সতর্কতা।
  • আগামী পরশু, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস।
  • আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে তার দাপট কম।

শুক্রবার কলকাতা এবং চার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রির কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 100 শতাংশ ও সর্বনিম্ন 76 শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 32.6 মিলিমিটার। আজ শনিবার দিনের আকাশ মেঘলা। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন:- পতঞ্জলির শেয়ার কেনা আছে? তাহলে সুখবর আছে, জেনে নিন

আরও পড়ুন:- ভিড় সামাল দিতে অতিরিক্ত লোকাল চলবে শিয়ালদা শাখায়, কোন রুটে কত ট্রেন ? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন