ফের বন্দুকবাজের হামলা , পুলিশ অফিসার সহ মৃত পাঁচ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ফের আমেরিকায় বন্দুকবাজের হামলা (Gunman Attack) । সোমবার রাতে ম্যানহাটন (Manhattan) এলাকার এক কর্পোরেট অফিস চত্বর ঘটনাটি ঘটে। সোমবার ওই অফিসের সামনে রাস্তার ওপর হঠাৎ গুলি চালায় এক আততায়ী। এতে বেশ কয়েকজন জখম হন। তাঁদের হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। তালিকায় রয়েছেন এক পুলিশ অফিসারও। পুলিশের পালটা আক্রমণে ওই আততায়ীও মারা গিয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ (New York Police)।

আরো পড়ুন : কিভাবে করবেন অফলাইন ভোটার ফর্ম পূরণ ? দেখুন সহজ গাইড লাইন

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল হল ৩৪৫, পার্ক অ্যাভিনিউ এলাকা (Park Avenue area)। ওই এলাকায় প্রায় সাড়ে ৬০০ ফুট উঁচু একটি কর্পোরেট বিল্ডিং রয়েছে। সেখানে একাধিক বড় বড় সংস্থার অফিসের ঠিকানা। সন্ধ্যার পর অফিস ছুটি হলে যখন সকলে বাড়ি ফেরার জন্য প্রস্তুত। সেই সময় অফিস চত্বরে গিয়ে গুলি চালায় ওই হামলাকারী। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিচ জানিয়েছেন, একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। তার হাতে একটি রাইফেল ছিল। পুলিশের পালটা গুলিতে তাকেও খতম করা হয়েছে।

এমন ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই এলাকায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, আচমকাই নিউ ইয়র্কবাসীর উদ্দেশে পুলিশ ঘোষণা করে যে, ম্যানহাটন এলাকায় একজন বন্দুকবাজ হামলা চালিয়েছে। কেউ যেন ৩৪৫, পার্ক অ্যাভিনিউর আশপাশে না যান। যাঁরা অফিসের ভিতরে আছেন, তাঁরা যেন ভিতরেই থাকেন, বাইরে না আসেন।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যেন তামুরা। তার বয়স ২৭ বছর। লাস ভেগাসের বাসিন্দা তামুরা একজন প্রাক্তন ফুটবল খেলোয়াড়। নেভাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র বহনের অনুমতিপত্র তার কাছে ছিল বলেও জানা গিয়েছে।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন