ফের বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে মানবজাতি !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফের বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে মানবজাতি ! সন্ধে সাড়ে ছটা নাগাদ এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। সূর্যাস্তের ঠিক পরেই, চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন এবং ইউরেনাস; সৌরজগতের আটটি গ্রহ একসাথে দেখা যাবে আকাশে। এরমধ্যে চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিকে খালি চোখেই দেখতে পাবেন মহাকাশ প্রেমীরা। বাকি দুটি গ্রহ অর্থাৎ ইউরেনাস এবং নেপচুনকে দেখতে হলে দূরবীন ব্যবহার করতে হবে বলেই জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা।

এক রাতের মধ্যেই এতগুলো গ্রহ একসাথে খালি চোখে দেখতে পাওয়া, মহাকাশ প্রেমীদের কাছে সত্যিই অবিশ্বাস্য এবং বিরলতম ঘটনা। প্রতিটি গ্রহই তাদের নিজস্ব গতি অনুযায়ী সূর্যকে প্রদক্ষিণ করে। দিনের বেলাতে মহাকাশে গ্রহগুলি উপস্থিত থাকলেও সূর্যের উপস্থিতিতে তাদের খালি চোখে দেখা যায় না। এবারে এই বিরলতম মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে কার্যতই উৎসাহী মহাকাশ প্রেমীরা। ভোপালের বিজ্ঞান সম্প্রচারক সারিকা ঘরু জানালেন, মহাকাশের এ এক বিরলতম ঘটনা। গ্রহগুলি সূর্যকে ৩৬০ ডিগ্রি প্রদক্ষিণ করে পৃথিবীর ঠিক সামনে এসে উপস্থিত হবে। ফলে পৃথিবীর আকাশ থেকে মহাকাশে গ্রহগুলিকে দেখতে পাওয়া যাবে।

এরপর রাত এগারোটা নাগাদ, মহাকাশে নেপচুন এবং মঙ্গলের দেখা মিলবে। রাত বারোটার সময় প্রকাশ্যে আসবে ইউরেনাস। ভোর তিনটের সময় শুক্র গ্রহের দেখা মিলবে। ভোর পাঁচটার দিকে বুধ গ্রহকে দেখতে পাবেন মহাকাশ প্রেমীরা। এই সমস্ত গ্রহের পাশাপাশি শনিবারের রাতের আকাশে দেখা দেবে পৃথিবীর উপগ্রহ চাঁদ। জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, রাত দশটার পর থেকে চাঁদের দেখা মিলবে আকাশে।

Highlights

1. ফের বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে মানবজাতি !

2. মহাকাশ প্রেমীদের কাছে সত্যিই অবিশ্বাস্য এবং বিরলতম ঘটনা

#Space #Planet

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন