Bangla News Dunia, Pallab : দেশজুড়ে ফের ব্যাহত ইউপিআই পরিষেবা (UPI Services Down)। যার জেরে শনিবার দুপুর থেকে অনলাইন লেনদেন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত থেকে ব্যবসায়িক কোনও ধরনের লেনদেনই করা যাচ্ছে না বলে অভিযোগ।
আরও পড়ুন : চলে এলো নয়া Aadhar App, আর আধারের কপি রাখতে হবে না সঙ্গে। বিস্তারিত জেনে নিন
সূত্রের খবর, এদিন প্রায় বেলা সাড়ে ১১টা থেকে ইউপিআই লেনদেনের সমস্যাগুলি দেখা দিতে শুরু করে। বেলা ১১টা ৪০ পর্যন্ত প্রায় ২২২টিরও বেশি ডিজিটাল পেমেন্ট ব্যর্থ (Failed digital payments) হওয়ার অভিযোগ সামনে এসেছে। ইউপিআই পরিষেবা তত্ত্বাবধানকারী ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, প্রযুক্তিগত কিছু সমস্যা (Technical issues) দেখা দিয়েছে। যা কারণে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তবে দ্রুত সেই সমস্যা সমাধানের জন্য কাজ চলছে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ মার্চও ইউপিআই পরিষেবায় সমস্যা দেখা দিয়েছিল দেশজুড়ে। প্রায় কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল পরিষেবা। গত ২ এপ্রিলও ফের ব্যাহত হয়েছিল পরিষেবা। বিগত কয়েকবছর ধরেই দ্রুত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই পরিষেবার উপরই নির্ভর করেন অনেকে। বড় ব্যবসায়িক লেনদেন, হোটেল, রেস্তোরাঁর বিল থেকে শুরু করে অটো, বাসের ভাড়া মেটাতে ব্যবহার করা হয় ইউপিআই। তবে কেন বারবার এইভাবে ইউপিআই পরিষেবা ব্যাহত হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবহারকারীরা।