Bangla News Dunia, Pallab : আমেরিকার কৌশলগত সহযোগী ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুসম্পর্ক সর্বজনবিদিত। ট্রাম্প সরকারের ভারতে ভোটের হার বাড়াতে মার্কিন অনুদান বন্ধের সিদ্ধান্তকে কংগ্রেসের বিরুদ্ধে হাতিয়ার করার চেষ্টা করছে বিজেপি। এদিকে একের পর এক ইস্যুতে মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে চলেছেন খোদ ট্রাম্প। তালিকায় সর্বশেষ সংযোজন আমেরিকার পণ্যের ওপর থেকে শুল্ক ছাঁটাই করতে চলেছে ভারত সরকার। শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের এই দাবি বিতর্কের ঝড় তুলেছে। এই ইস্যুতে শনিবার পর্যন্ত সরকারিভাবে কিছু জানায়নি কেন্দ্র। বিরোধী দলগুলিও এ ব্যাপারে অবগত নয়। অথচ ভারত সরকারের সিদ্ধান্তের কথা আগাম ঘোষণা করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট! স্বাভাবিকভাবে এই ইস্যুতে সংসদে সরকারকে অবস্থান স্পষ্ট করতে বলেছে কংগ্রেস। পাশাপাশি কর হ্রাসের কথা বলতে গিয়ে ট্রাম্প যে বাক্য ব্যবহার করেছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে।
আরো পড়ুন : রেশনের বদলে নগদ টাকা দেবে সরকার, নতুন নিয়ম আসছে
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘ভারত আমাদের উপর বিপুল পরিমাণ শুল্ক চাপিয়েছে। আপনারা ভারতে কিছুই বিক্রি করতে পারেন না। যাই হোক, এবার ওরা একমত হয়েছে। এখন ভারত শুল্কের হার অনেক কমাতে চাইছে। কারণ, কেউ অবশেষে ওদের কীর্তি ফাঁস করে দিয়েছে।’ ভারতের সঙ্গে দর কষাকষিতে সাফল্যের জন্য মার্কিন বাণিজ্যমন্ত্রকের প্রশংসাও করেছেন ট্রাম্প। সরকারের একাধিক সূত্রে খবর, ট্রাম্পের পারস্পরিক শুল্কনীতি গ্রহণের পর মার্কিন সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনা চালিয়েছে কেন্দ্র। তাতে কিছু পণ্যের ওপর কর কমানোর ব্যাপারে দু-পক্ষ একমত হয়েছে। তবে আমেরিকা থেকে আমদানি করা কোন কোন পণ্যের ওপর কেন্দ্র শুল্ক কমাতে রাজি হয়েছে, সে ব্যাপারে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের ‘আগ্রাসী’ মন্তব্য কেন্দ্রের অস্বস্তি বাড়াল বলে মনে করছে কূটনৈতিক মহল।
আরও পড়ুন : কোন কোন যৌন রোগে পুরুষরা আক্রান্ত হয় ? দ্রুত জানুন এবং সতর্ক হোন
ট্রাম্পের বক্তব্য প্রকাশ্যে আসার পর সরব হয়েছে কংগ্রেস। বক্তব্যের ভিডিও ট্যাগ করে এক্স পোস্টে কংগ্রেস নেতা জয়রাম রমেশ লিখেছেন, ‘বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিনীদের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন ডিসিতে রয়েছেন। এদিকে ট্রাম্প এটা বলছেন…।’ রমেশের বক্তব্য, ‘মোদি সরকার কি বিষয়ে সম্মত হয়েছে? ভারতীয় কৃষক এবং উৎপাদকদের স্বার্থের সঙ্গে কি আপস করা হচ্ছে? ১০ মার্চ সংসদ পুনরায় শুরু হওয়ার পর প্রধানমন্ত্রীকে অবশ্যই অবস্থান স্পষ্ট করতে হবে।’
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড