Bangla News Dunia, Pallab : মায়ানমার-থাইল্যান্ডের ভূমিকম্পের রেশ এখনও কাটেনি ৷ এর মাঝে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টোঙ্গায় ভূমিকম্প হয় ৷ এবার জাপানে ৷ বুধবার ভারতীয় সময় সন্ধ্যা 7.34 মিনিটে কেঁপে উঠল জাপানের কিয়ুশু ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 6.0, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷ এখনও ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি ৷
আরও পড়ুন : এবার পশ্চিমবঙ্গে কেমন গরম সহ্য করতে হবে ? পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর
কিয়ুশু জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ ৷ এটি জাপানের একেবারে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ৷ দ্বীপে প্রায় 15 কোটি মানুষের বসবাস ৷ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত জাপান ভূমিকম্প প্রবণ ৷ সম্প্রতি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার ৷ তার রেশ পৌঁছয় থাইল্যান্ডে ৷ এরপর এদিনই জাপান সরকারের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মেগা-ভূমিকম্প আছড়ে পড়তে পারে ৷ তাতে দেশ 1.81 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হতে পারে ৷