ফের রাতের আকাশে বিরল দৃশ্য !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের পরের দিন, সোমবার আকাশে চোখ রাখলে দেখা যাবে আরও এক বিরল দৃশ্য। বিজ্ঞানীরা বলছেন, তা মহাজাগতিক নয়, তবে মহাকাশপ্রেমীদের কাছে অবশ্যই আগ্রহের। সোমবার চাঁদের খুব কাছাকাছি চলে আসবে শনি। সূর্য ডুবলে পূর্ব আকাশে চোখ রাখলেই দেখা যাবে এই দৃশ্য। ভারত থেকেও দেখা যাবে। চাঁদের একপাশে থাকবে শনি, অন্য পাশে থাকবে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি। পৃথিবী যে ছায়াপথে রয়েছে, সেই আকাশগঙ্গার সবচেয়ে কাছের ছায়াপথ হল

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানালেন, সোমবার চাঁদ এবং শনি থাকবে একেবারে গায়ে গায়ে। রবিবার পূর্ণগ্রাসের সময়েও চাঁদের কাছাকাছি দেখা গিয়েছিল শনিকে। কিন্তু আজ উজ্জ্বল চাঁদের আরও কাছে থাকবে সেই গ্রহ। মাত্র ৩ ডিগ্রি কৌণিক দূরত্বে। মঙ্গলবার থেকে আবার কিছুটা দূরে সরে যাবে সে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন