Bangla News Dunia, Pallab : এ বার রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত রাশিয়ার উপরে ব্যাঙ্কিং এবং আরও নানা ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা চাপানো হবে বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। ফল স্বরূপ সম্পর্কের অবনতি হবে দুই দেশের।
আরও পড়ুন : মাধ্যমিক রেজাল্ট 2025 কবে ? কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট ? জানিয়ে দিল পর্ষদ
সম্প্রতি ইউক্রেনের মাটিতে ফের হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের দক্ষিণে বন্দর-শহর ওডেসায় রাতভর হামলা চালিয়েছিল রাশিয়া। একাধিক বসবাসের এলাকা এবং শক্তি উৎপাদন ক্ষেত্রে হামলা চালানো হয়েছে। তার পরেই ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন। রাশিয়া ও ইউক্রেন, দুই দেশকেই তাঁর বার্তা দ্রুত আলোচনার টেবিলে বসে শান্তির রাস্তা বের করতে হবে।
আরও পড়ুন : অনলাইনে ইউটিউব থেকে কিভাবে আয় করবেন? রইল স্টেপ বাই স্টেপ গাইড
সম্প্রতি ওভাল অফিসে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ না থামার দায় কার্যত ভলোদিমির জ়েলেনস্কির ঘাড়েই চাপিয়ে দিয়েছিলেন ট্রাম্প। ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করেছে আমেরিকা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ট্রাম্পের কথা মেনে নিয়ে শান্তিচুক্তির পক্ষে এবং খনিজ চুক্তি করার জন্য সায় দিয়েছেন জ়েলেনস্কি। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে একাধিক দেশের বিরুদ্ধে শুল্ক চাপানোর হুমকি দিলেও সেই অর্থে রাশিয়া বা পুতিনকে নিয়ে খুব কড়া কিছু বলতে শোনা যায়নি ট্রাম্পকে।
আরও পড়ুন : সুগার নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে ব্রেকফাস্টে রাখুন এই খাদ্য তালিকা