ফের সাগরে নিম্নচাপ ! কতটা বেশি প্রভাব দক্ষিণবঙ্গে ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : বুধবার নাগাদ পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাব দক্ষিণবঙ্গে বিশেষ একটা পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশাতেই এই নিম্নচাপের বেশি প্রভাব পড়বে।

আরও পড়ুন : গ্রাহকদের বিরাট স্বস্তি! গ্যাসের দাম অনেকটা কমালো কেন্দ্র সরকার। জানুন কতটা কমলো

বর্ষা শুরু হওয়ার পর থেকে এই প্রথম উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হল। এর আগে বর্ষাকালে উত্তর বঙ্গোপসাগরে গোটা ছয়েক নিম্নচাপ তৈরি হয়েছে। এগুলো দক্ষিণবঙ্গের উপর দিয়ে ওড়িশা-ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছিল। তার জন্য দক্ষিণবঙ্গে এবার প্রচুর বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে, বিশেষ করে, হিমালয় সংলগ্ন জেলাগুলিতে মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে কয়েকটি জেলায় ‘লাল’ ও ‘কমলা’ সর্তকতা জারি করা হয়েছে। এই জেলাগুলির মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি রয়েছে।

তবে সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এরকম প্রবণতা দক্ষিণবঙ্গে এখন থাকবে।।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন