ফের সুর নরম ট্রাম্পের, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট ?

By Bangla News Dunia Dinesh

Published on:

ভারত প্রসঙ্গে ফের সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Trump On India Tariffs)। ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা সহজ ছিল না বলে মেনে নিয়েছেন তিনি। এর জন্য যে আমেরিকাকে মূল্য চোকাতে হয়েছে, তা-ও বুঝিয়ে দিলেন ট্রাম্প।

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে ট্রাম্প (Donald Trump) বলেন, ‘দেখুন, রাশিয়ার (Russia) সবচেয়ে বড় ক্রেতা ছিল ভারত। আমি ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলাম, কারণ ওরা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। এই কাজটা সহজ ছিল না।’ ভারতের সঙ্গে বাণিজ্য ধাক্কা খাওয়ার ফলে আমেরিকার ক্ষতির কথা ট্রাম্প সরাসরি না মানলেও জানান, ‘এটা খুব বড় একটা ব্যাপার। এর জন্য ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরেছে।’ পাশাপাশি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর তিনি যে ধৈর্য হারাচ্ছেন, তাও জানিয়ে দিলেন ট্রাম্প।

প্রসঙ্গত, আমেরিকার (US) সঙ্গে প্রতি বছর ভারতের ১৬ লক্ষ কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য চলে। সম্প্রতি ট্রাম্প চড়া শুল্ক আরোপ করায় সেই বাণিজ্য ধাক্কা খেয়েছে। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধের বিষয়ে নিজের অবস্থানে অনড় ভারত। ভারতের রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি সার্জিয়ো গোরকে নিয়োগ করেছেন ট্রাম্প। তিনিও ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ইতিবাচক বার্তা দিয়েছেন। আগামী সপ্তাহে তিনি ভারতের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে জানান। গোর বলেন, ‘আমরা আমাদের বন্ধুদের আলাদা উচ্চতায় রাখি। ভারত যাতে আমাদের সঙ্গে থাকে, আমি তা নিশ্চিত করব।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন