ফের হেরে স্বপ্নভঙ্গ লাল-হলুদের !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে গোল নষ্টের প্রদর্শনীতে নেমেছিল ইস্টবেঙ্গল। এর ফলে ১ গোলে হারতে হয়েছিল। দ্বিতীয় লেগে সেটার খেসারত দিতে হলো লাল হলুদ ব্রিগেডকে। বিদেশের মাটিতে ঘুরে দাঁড়ানো পরের কথা, বরং ২-১ গোলে আরকাদাগ এফসি হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে। দুই লেগ মিলিয়ে ১-৩ ব্যবধানে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল ইস্টবেঙ্গল। আইএসএলে হতাশাজনক পারফর্ম্যান্সের পর এ বার এএফসিতেও সঙ্গী হলো লজ্জা।

আরও পড়ুন : Google থেকেই ইনকাম হবে লাখ লাখ টাকা। কিভাবে? জেনে নিন 4 সেরা টিপস

তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগ এফসির ঘরের মাঠে ছিল দ্বিতীয় লেগের খেলা। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১ মিনিটে গোল করেন মেসি বাউলি। নিজেদের অর্ধে সেটপিস থেকে ভাসানো বল পেয়ে শট নেন দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস। তাঁর শট প্রতিহত হলে ফিরতি বলে গোল করেন মেসি।

তবে শুরুর এই ছন্দ ধরে রাখতে পারেনি ইস্টবেঙ্গল। আরকাদাগের ডিফেন্ডাররা যতটা না ঘুরে দাঁড়ান গোল হজম করে, তার চেয়েও বেশি সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের অ্যাটাকাররা। ৩৩ মিনিটে ধাক্কা খায় ইস্টবেঙ্গল। আরকাদাগের অ্যাটাকারকে পিছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নুঙ্গা।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন