ফেলে আসা সেই দিন…!’ প্রাক্তনের সঙ্গে রোমান্টিক মুডে অক্ষয়, দেখুন ভিডিও

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো ট্রেনের কামরায় ‘হঠাৎ দেখা’ নয় ৷ বরং, জেনে বুঝেই নিজের অতীতের সম্মুখীন নব্বইয়ের দশকের সুপারহিট জুটি ৷ তাজা হল ফেলে আসা স্মৃতি ৷ তিন দশক পর একই মঞ্চে খিলাড়ি কুমার এবং শিল্পা শেঠি ৷ ‘চুরা কে দিল মেরা’ গানের তালে কোমর দোলালেন দুই তারকা ৷ ভিডিয়ো আসা মাত্রই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রাক্তন জুটির জনপ্রিয় গানের ডান্সমুভ।

গত সোমবার, 3 মার্চ, একটি অনুষ্ঠানে রেড কার্পেটে দেখা যায় ফ্যাশনেবল তারকাকে। অক্ষয় কুমার এবং শিল্পা শেঠিকে একসঙ্গে দেখে অনুরাগীরও উচ্ছ্বসিত ৷ অক্ষয়কে এদিন দেখা গিয়েছে সাদা স্যুটে ৷ অন্যদিকে সেক্সি শিল্পাকে দেখা গিয়েছে, ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা শাড়িতে ৷ অনুষ্ঠানের মঞ্চে তাঁদের অসাধারণ রসায়ন যেন মঞ্চে আগুন ধরায় ৷

আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন