Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো ট্রেনের কামরায় ‘হঠাৎ দেখা’ নয় ৷ বরং, জেনে বুঝেই নিজের অতীতের সম্মুখীন নব্বইয়ের দশকের সুপারহিট জুটি ৷ তাজা হল ফেলে আসা স্মৃতি ৷ তিন দশক পর একই মঞ্চে খিলাড়ি কুমার এবং শিল্পা শেঠি ৷ ‘চুরা কে দিল মেরা’ গানের তালে কোমর দোলালেন দুই তারকা ৷ ভিডিয়ো আসা মাত্রই সোশাল মিডিয়ায় ভাইরাল প্রাক্তন জুটির জনপ্রিয় গানের ডান্সমুভ।
গত সোমবার, 3 মার্চ, একটি অনুষ্ঠানে রেড কার্পেটে দেখা যায় ফ্যাশনেবল তারকাকে। অক্ষয় কুমার এবং শিল্পা শেঠিকে একসঙ্গে দেখে অনুরাগীরও উচ্ছ্বসিত ৷ অক্ষয়কে এদিন দেখা গিয়েছে সাদা স্যুটে ৷ অন্যদিকে সেক্সি শিল্পাকে দেখা গিয়েছে, ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা সাদা শাড়িতে ৷ অনুষ্ঠানের মঞ্চে তাঁদের অসাধারণ রসায়ন যেন মঞ্চে আগুন ধরায় ৷
আরও পড়ুন:- ইডলি খেলে হতে পারে ক্যান্সার! নতুন গবেষণা রিপোর্ট কি বলছে, জেনে নিন
1994 সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ ছবির ‘চুরা কে দিল মেরা’ গানটি আজও হিট গানের তালিকার প্রথম সারিতে রয়েছে। অলকা ইয়াগনিক-কুমার শানুর গাওয়া এই গান নব্বইয়ের দশকের জনপ্রিয় গান ৷ যা এখনও আক্কির ভক্তদের মুখে মুখে ফেরে। অক্ষয় এবং শিল্পার মধ্যে অসাধারণ কেমিষ্ট্রি সেই স্মৃতি 30 বছর পর মঞ্চে আরও একবার ফিরিয়ে আনে ৷
ভাইরাল ভিডিয়ো দেখে অনুরাগীদের অনুমান, এত বছর পরেও, অক্ষয় এবং শিল্পা বলিউডের সবচেয়ে স্টাইলিশ এবং চিরসবুজ তারকাদের মধ্যে একজন। তাঁদের হঠাৎ ডান্স মুভ দেখে অনুরাগীরা চাইছেন এই জুটি আরও একবার ফিরুক সিনেপর্দায় ৷ দুই তারকার প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে ভালোবাসার উত্তাপ ছড়াচ্ছেন নেটিজেনরা ৷
প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, রেখা, সোনম কাপুর আহুজা, ফারহান আখতার, শিবানী দান্ডেকার, শিখর ধাওয়ান-সহ অনেক বলিউড তারকা এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে অক্ষয় এবং শিল্পার ডান্স মুভ, নস্ট্যালজিক করে তোলে অনুরাগীদের ৷
আরও পড়ুন:- সকালে ঘুম থেকে উঠেই করুন এই ৫ কাজ, পেটের মেদ ঝরবে
আরও পড়ুন:- আমেরিকাকে যুদ্ধ নিয়ে চরম হুঁশিয়ারি চিনের, জানতে বিস্তারিত পড়ুন